Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তেলঙ্গানা: মানবাধিকার কমিশনের বিরুদ্ধে ক্ষোভ

হায়দরাবাদে যে কলোনিতে নির্যাতিতা থাকতেন সেই কলোনির কয়েক জন বাসিন্দা আজ বিক্ষোভ দেখান। এক জন বিক্ষোভকারী বলেন, ‘‘খুন-ধর্ষণের ঘটনার সময়ে মানবাধিকার কমিশন একটিও কথা বলেনি কেন?

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ ০৩:২৮
Share: Save:

তেলঙ্গানা খুন-ধর্ষণে অভিযুক্তদের পুলিশি ‘সংঘর্ষে’ মৃত্যু নিয়ে তদন্ত করছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ সেই তদন্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন ওই ঘটনার শিকার তরুণীর প্রতিবেশীরা। অন্য দিকে বিষয়টি নিয়ে আগামিকাল শুনানি হবে তেলঙ্গানা হাইকোর্টে।

হায়দরাবাদে যে কলোনিতে নির্যাতিতা থাকতেন সেই কলোনির কয়েক জন বাসিন্দা আজ বিক্ষোভ দেখান। এক জন বিক্ষোভকারী বলেন, ‘‘খুন-ধর্ষণের ঘটনার সময়ে মানবাধিকার কমিশন একটিও কথা বলেনি কেন? এখন শেষ মুহূর্তে জেগে উঠে তারা অভিযুক্তদের মৃত্যু নিয়ে তদন্ত করছে। অভিযুক্তদেরই কি কেবল মানবাধিকার রয়েছে?’’ পরে অবশ্য মানবাধিকার কমিশনের তদন্তকারীরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। নির্যাতিতার বাবা বলেন, ‘‘ওঁরা ঘটনার কথা জানতে চেয়েছেন। এখন আমাদের কী সমস্যা রয়েছে তা-ও জেনেছেন।’’ নিহত অভিযুক্তদের পরিবারের সদস্যদের এ দিন নারায়ণপেট থেকে হায়দরাবাদে আনা হয়। তাঁদের বক্তব্যও রেকর্ড করেছেন তদন্তকারীরা। এক অভিযুক্তের বোনের দাবি, ‘‘চাপের মুখে পড়ে ইচ্ছে করেই পুলিশ এ কাজ করেছে।’’

অন্য দিকে পুলিশি ‘সংঘর্ষ’-কে সমর্থন করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তেলঙ্গানার মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব। আজ তিনি বলেন, ‘‘আমার বক্তব্যের কয়েকটি অংশকে সংবাদমাধ্যমে তুলে ধরা হচ্ছে। এটা ঠিক নয়। তাছাড়া তেলঙ্গানা পুলিশ যা করেছে তাকে অনেক সাংসদ, আইনজীবী-সহ বহু মানুষ সমর্থন করেছেন। কেবল আমাকে নিশানা করা হচ্ছে কেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Telengana Rape Murder Human RIghts Commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE