Advertisement
২০ এপ্রিল ২০২৪

উত্তর-পূর্বের সীমান্ত সফরে প্রতিরক্ষামন্ত্রী

অরুণাচলে সীতারামন জানান, চিন সীমান্ত ঘেঁষা এলাকায় থাকা আমজনতা ও সেনাবাহিনীর টেলি যোগাযোগ সমস্যা কমাতে শীঘ্রই অপটিক্যাল ফাইবার পাতা হবে। প্রতিরক্ষামন্ত্রীর দাবি, চিন সীমান্তের ওপারে বিরাট খননকার্য নিয়ে এখনও তিনি বিশদ তথ্য পাননি।

সীমান্ত পরিদর্শনে প্রতিরক্ষামন্ত্রী। ছবি— পিটিআই।

সীমান্ত পরিদর্শনে প্রতিরক্ষামন্ত্রী। ছবি— পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ০৪:০০
Share: Save:

উত্তর-পূর্বের দুই সীমান্ত সফরে এলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন ও বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির প্রতিনিধিরা।

কাল অরুণাচল সফর শেষ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। আজ মায়ানমার সীমান্তে যান তিনি। পরে সেনার স্পিয়ার কোর ও আসাম রাইফেলসের কর্তাদের সঙ্গে সীমান্ত ও জঙ্গি সমস্যা নিয়ে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী। সম্প্রতি নাগাল্যান্ডের গ্রামে ঢুকে অনেকটা জমি দখল করে নিয়েছিল মায়ানমার সেনা ও সে দেশের এক দল বাসিন্দা। তা নিয়ে সীমান্তে উত্তেজনা রয়েছে। খালি হয়েছে একাধিক গ্রাম। সীমান্তে জঙ্গি গতিবিধি নিয়েও সীতারামনকে রিপোর্ট দেন ৩ নম্বর কোরের জিওসি। প্রতিরক্ষামন্ত্রী গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন।

অরুণাচলে সীতারামন জানান, চিন সীমান্ত ঘেঁষা এলাকায় থাকা আমজনতা ও সেনাবাহিনীর টেলি যোগাযোগ সমস্যা কমাতে শীঘ্রই অপটিক্যাল ফাইবার পাতা হবে। প্রতিরক্ষামন্ত্রীর দাবি, চিন সীমান্তের ওপারে বিরাট খননকার্য নিয়ে এখনও তিনি বিশদ তথ্য পাননি।

পাশাপাশি সাংসদ শশী তারুরের নেতৃত্বে বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির প্রতিনিধিরা দু’দিনের সফরে তাওয়াং ঘুরে দেখেন। সীমান্তে মোতায়েন সেনা জওয়ান ও কর্তাদের সঙ্গে আলোচনা করেন সংসদীয় কমিটির সদস্যেরা। বল অব ফায়ার ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাজেশকুমার ঝার সঙ্গে বৈঠকের পরে কমিটির সদস্যেরা জানান, সীমান্ত রক্ষায় ভারতীয় বাহিনী প্রস্তুত।

অন্য দিকে চিন সীমান্তের বুম লায় আজ ব্রিগেডিয়ার এম পি সিংহের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী চিনা বাহিনীর সঙ্গে সীমান্ত বৈঠক করে। দুই দেশের পতাকা উত্তোলনের পরে সৌজন্য বৈঠক হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nirmala Sitharaman Nagaland Assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE