Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘নীতীশের পাঠানো ভূতে’ লালুর পুত্র বাংলোছাড়া

মন্ত্রী হওয়ার পরে পটনার সরকারি বাংলোটি পেয়েছিলেন তেজপ্রতাপ। এত দিন সেখানেই ছিলেন। গত বছর বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই বাংলোয় যজ্ঞ ও রাস্তা বদল করিয়ে বিতর্ক বাধান তেজপ্রতাপ।

তেজপ্রতাপ যাদব

তেজপ্রতাপ যাদব

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১৮
Share: Save:

তাঁর বাংলোয় ‘ভূত’ ছেড়ে দিয়েছেন নীতীশ কুমার ও সুশীল মোদী! সেখানে আর রাত কাটাতে পারছেন না। তাই সরকারি বাংলো ছাড়তে বাধ্য হলেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব আজ এমন অভিযোগ করেছেন। এ দিন ৩ দেশরত্ন মার্গের ওই বাংলো ছেড়ে দিয়ে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়াও শুরু করেছেন তিনি।

মন্ত্রী হওয়ার পরে পটনার সরকারি বাংলোটি পেয়েছিলেন তেজপ্রতাপ। এত দিন সেখানেই ছিলেন। গত বছর বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই বাংলোয় যজ্ঞ ও রাস্তা বদল করিয়ে বিতর্ক বাধান তেজপ্রতাপ। রাজ্যে আরজেডি-র জোট সরকার ভেঙে যাওয়ার পরে তাঁর অভিযোগ ছিল, নীতীশ ও সুশীল ‘কালাযাদু’ করেছেন। এ বার অভিযোগ ‘ভূত’ ছেড়ে দেওয়ার! বাংলো ছাড়ার পরে তেজপ্রতাপের বক্তব্য, ‘‘আগে থেকেই আমার কাছে বাংলো রয়েছে। এই সরকারি ভিক্ষা আমার না নিলেও চলে।’’ আরজেডি নেতারা কেউ লালু-পুত্রের বক্তব্য নিয়ে কিছু বলতে চাননি। মুখ্যমন্ত্রী নীতীশ দিল্লিতে। কোনও প্রতিক্রিয়া জানাননি সুশীলও।

আরজেডি ছাত্র সংগঠন দেখেন তেজপ্রতাপ। পটনা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আজ তাঁদের সংগঠনের ভরাডুবি হয়েছে। দলের নেতারা প্রকাশ্যে কিছু না বললেও আড়ালে তেজপ্রতাপের ব্যবহারকে দায়ী করছেন এর জন্য। তাঁদের অনেকেরই বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সঙ্গে তেজপ্রতাপ যেমন ব্যবহার করেছেন, তাতে কোনও ছাত্র আর আরজেডি করবে না।’’ তেজপ্রতাপ অবশ্য নিজের কাঁধে দায়িত্ব নিতে নারাজ। বলেছেন, ‘‘অন্তর্ঘাত হয়েছে। যাঁরা আমার ও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE