Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘অনেক হয়েছে, সিরিয়াস বিষয়ে আর মুখ খুলব না’

অসহিষ্ণুতা বিতর্কে আর অংশ নিতে চান না শাহরুখ খান। বলিউড সুপারস্টার জানালেন, এ বার থেকে অভিনয় আর ফিল্ম নিয়েই কথা বলবেন। অন্য বিষয়ে আর নয়। রাজনীতি বা দেশের পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে মতামত প্রকাশ করলে তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয় বলেও দাবি শাহরুখের।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৫ ১৬:০১
Share: Save:

অসহিষ্ণুতা বিতর্কে আর অংশ নিতে চান না শাহরুখ খান। বলিউড সুপারস্টার জানালেন, এ বার থেকে অভিনয় আর ফিল্ম নিয়েই কথা বলবেন। অন্য বিষয়ে আর নয়। রাজনীতি বা দেশের পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে মতামত প্রকাশ করলে তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয় বলেও দাবি শাহরুখের। তবে সঙ্ঘ পরিবারকে খোঁচা দিতেও ছাড়েননি ‘বাদশাহ’। তাঁর কটাক্ষ, ‘‘কেউ যদি মনে করেন তিনি আমার চেয়ে বেশি দেশপ্রেমী, তা হলে তিনি মূর্খ।’’

ভারতে চূড়ান্ত অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছিলেন শাহরুখ। তা নিয়ে ঝড় বয়ে যায় গোটা দেশে। বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ এবং বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী শাহরুখকে ‘পাকিস্তানি এজেন্ট’ আখ্যা দেন। বিতর্ক ক্রমে থিতিয়ে এসেছিল। মঙ্গলবার সাধ্বী প্রাচী ফের তা খুঁচিয়ে তোলেন। তিনি বলেন, শাহরুখ, আমিরদের মন্তব্য দেশের ভাবমূর্তি ধ্বংস করে দিচ্ছে।

সাধ্বীর এই মন্তব্য নিয়ে প্রশ্ন করায় শাহরুখ জানান, তিনি এই ধরনের বিষয়ে আর যেখানে সেখানে মন্তব্য করবেন না। তিনি বলেন, ‘‘আমি সত্যিই এ ব্যাপারে কিছু জানি না। আমি যখনই কথা বলি, সোজাসাপটা বলি স্পষ্ট বলি এবং ভাল কথা বলি। আর আমি মনে করি নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার কোনও প্রয়োজন আমার নেই।’’

এর পরই শাহরুখ বলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, সিরিয়াস বিষয় নিয়ে আমি সেই সব মঞ্চেই কথা বলব, যেখানে আমাকে ওই বিষয়ে কথা বলতে ডাকা হবে। সে রকম আমন্ত্রণ খুব একটা পাই না। কিন্তু জন্মদিন বা ফিল্ম সংক্রান্ত অনুষ্ঠানে এসে সিরিয়াস বিষয় নিয়ে আর কথা বলব না।’’ শাহরুখের অভিযোগ, উপযুক্ত মঞ্চ ছাড়া সিরিয়াস বিষয় নিয়ে কথা বললে মন্তব্যের কোনও নির্দিষ্ট অংশকে তুলে ধরা হয়। কী প্রসঙ্গে সেই মন্তব্য, তা না জেনেই বিতর্ক শুরু হয়ে যায়। তাই এই সব বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয় বলে মনে করছেন শাহরুখ।

শাহরুখ আরও বলেন, ‘‘যদি কেউ বলেন, তিনি আমার চেয়ে বেশি দেশপ্রমী, তা হলে তিনি মূর্খ। কেউ কীভাবে দাবি করতে পারেন, তিনি অন্যের চেয়ে বেশি দেশপ্রেমী? এই ধরনের দাবি করার পিছনে কোনও যুক্তি নেই। কেউ কেউ হঠাৎ চিৎকার করতে শুরু করেন, আমি তোমার চেয়ে দেশকে বেশি ভালবাসি। আসলে আমরা সবাই দেশকে ভালবাসি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE