Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কোনও দল চাইছে না, অমর একা

বিজেপি বা সপা— কোথাও কল্কে পাচ্ছেন না অমর সিংহ। অখিলেশ যাদব তাঁকে সপা থেকে তাড়িয়েছেন। নিজেও ক্ষমতায় ফেরাতে পারেননি দলকে। তাতেও অমরের ভাগ্য ফিরছে না। দলের রাশ নিজের হাতেই রাখছেন অখিলেশ।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০৪:০২
Share: Save:

বিজেপি বা সপা— কোথাও কল্কে পাচ্ছেন না অমর সিংহ। অখিলেশ যাদব তাঁকে সপা থেকে তাড়িয়েছেন। নিজেও ক্ষমতায় ফেরাতে পারেননি দলকে। তাতেও অমরের ভাগ্য ফিরছে না। দলের রাশ নিজের হাতেই রাখছেন অখিলেশ। মুলায়মও হারের জন্য ছেলেকে দায়ী করতে রাজি নন। ফলে অমরের কাছে এটা স্পষ্ট, অখিলেশের বিরুদ্ধে সুর চড়িয়ে লাভ কিছু হবে না।

বিজেপিতে ভিড়ে ভাগ্য ফেরানোর পথও খুলছে না। ভোটের আগে থেকেই অমর সেই চেষ্টায় ছিলেন। ফল হয়নি। নিজের জনসমর্থনের ভিত নেই, স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে—এমন কাউকে দলে নিয়ে লাভ নেই বলেই মনে করছেন বিজেপি নেতারা। উত্তরপ্রদেশে বিপুল জয়ের পরে এখন বিতর্কিত কাউকে নেওয়ার দায়ও নেই বিজেপির। ফলে দলের একটি বড় অংশই অমরকে নেওয়ার বিরুদ্ধে। তাঁদের যুক্তি, বিজেপির ভাবধারার সঙ্গে বেড়ে ওঠেননি, এমন নেতাদের সরাসরি দলে নিয়ে ভুগতে হয়। যেমন, রাম জেঠমলানী, সুব্রহ্মণ্যম স্বামী। বিভিন্ন সময়ে এঁরা বেগ দিয়েছেন দলকে।

হাওয়া বুঝে অমর এখন বলছেন, ভিক্ষের পাত্র নিয়ে তিনি বিজেপির দরজায় যাবেন না। বছর পাঁচেক রাজ্যসভা থেকে কেউ তাঁকে সরাতে পারবে না। এর মধ্যে হিল্লে কিছু একটা হয়েই যাবে, আশা অমরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amar Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE