Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অনশন পড়ল ১১ দিনে, মেধার পাশে চমস্কিও

নর্মদা বাঁচাও আন্দোলনকারীদের দাবি, গুজরাতে সর্দার সরোবর বাঁধের লকগেটগুলি বন্ধ করলে গ্রামের পর গ্রাম জলমগ্ন হবে।

অনশনে মেধা পাটকর। ছবি: পিটিআই।

অনশনে মেধা পাটকর। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
ধার (মধ্যপ্রদেশ) শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ১০:৩০
Share: Save:

রবিবার ১১ দিনে পড়ল নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকরের অনশন।

চিকিৎসকেরা জানিয়েছেন, মেধা ও তাঁর ১১ সঙ্গীর শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। শনিবার মধ্যপ্রদেশ সরকারের একটি প্রতিনিধি দল চিকলদা গ্রামে গিয়ে মেধার সঙ্গে আলোচনা করলেও কোনও সমাধান সূত্র মেলেনি। মার্কিন দার্শনিক ও সমাজবিজ্ঞানী নোয়াম চমস্কিও মেধার পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে একটি অনলাইন আবেদনে তিনি স্বাক্ষরও করেছেন।

নর্মদা বাঁচাও আন্দোলনকারীদের দাবি, গুজরাতে সর্দার সরোবর বাঁধের লকগেটগুলি বন্ধ করলে গ্রামের পর গ্রাম জলমগ্ন হবে। লকগেটগুলি খুলে রাখার দাবিতে ২৭ জুলাই থেকে মধ্যপ্রদেশের ধার জেলার চিকলদা গ্রামে অনশন শুরু করেছেন মেধা ও তাঁর ১১ সঙ্গী। বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন মেধার আন্দোলনকে সমর্থন করেছে।

আরও পড়ুন: সালাউদ্দিনকে খুঁজতে মরিয়া ঢাকা ও দিল্লি

শনিবার মধ্যপ্রদেশ সরকারের এক দল প্রতিনিধি মেধার সঙ্গে আলোচনায় বসেন। জলমগ্ন হলে গ্রামবাসীদের যাথাযোগ্য ত্রাণ ও পুনর্বাসনের প্রতি‌শ্রুতি দেয় রাজ্য সরকার। কিন্তু বাঁধের লকগেট খুলে রাখার দাবিতে অনড় থাকেন মেধা। পাঁচ ঘণ্টা আলোচনার পরে প্রতিনিধি দল জানিয়ে দেয়— সমাধান সূত্র মিলল না, কারণ লকগেট সংক্রান্ত বিষয়টি তাদের হাতে নয়।

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে একটি আবেদন অনলাইনে পোস্ট করেছেন পরিবেশ আন্দোলনকারী জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। নর্মদা বাঁচাও আন্দোলনের পক্ষে জানানো হয়েছে, নোয়াম চমস্কি সেই আবেদনে স্বাক্ষর করে আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE