Advertisement
২০ এপ্রিল ২০২৪

এনপিএসে বছরে জমা ন্যূনতম হাজার টাকা

অবসরের জন্য সঞ্চয়ের মাধ্যম হিসেবে ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস)-এর গুরুত্ব বাড়াতে ব্যবস্থা নিল পেনশন তহবিল সংক্রান্ত নিয়ন্ত্রক পিএফআরডিএ। নিয়ন্ত্রক সূত্রের দাবি, এনপিএসে লগ্নির পথ আরও সহজ করতেই এই সিদ্ধান্ত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৬ ০১:২৩
Share: Save:

অবসরের জন্য সঞ্চয়ের মাধ্যম হিসেবে ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস)-এর গুরুত্ব বাড়াতে ব্যবস্থা নিল পেনশন তহবিল সংক্রান্ত নিয়ন্ত্রক পিএফআরডিএ। নিয়ন্ত্রক সূত্রের দাবি, এনপিএসে লগ্নির পথ আরও সহজ করতেই এই সিদ্ধান্ত। এখন থেকে এনপিএসের টিয়ার-১ অ্যাকাউন্টের জন্য একটি আর্থিক বছরে ন্যূনতম জমার অঙ্ক কমিয়ে ১ হাজার টাকা করল তারা। এত দিন তা ছিল কমপক্ষে ৬ হাজার টাকা। অ্যাকাউন্টটি চালু রাখতে এই ১ হাজার টাকা জমা দিলেই চলবে।

টিয়ার-২ অ্যাকাউন্টে যে-সব সুবিধা দেওয়ার কথা পিএফআরডিএ জানিয়েছে, সেগুলির মধ্যে রয়েছে: ১) আর্থিক বছরে কমপক্ষে ২৫০ টাকা জমার বাধ্যবাধকতা থাকছে না। ২) ন্যূনতম ২ হাজার টাকা বছরে অ্যাকাউন্টে রাখার নিয়ম উঠল

প্রসঙ্গত, এনপিএসের আওতায় টিয়ার-১ অ্যাকাউন্ট হল অবসরের তহবিল গড়ার লক্ষ্যে খোলা স্থায়ী অ্যাকাউন্ট। এখানে টাকা জমার পরে লগ্নিকারীর জানানো পছন্দ অনুসারে লগ্নি করা হয়। তবে টিয়ার-২ অ্যাকাউন্ট থেকে চাইলে টাকা তোলা যায়। এ ছাড়া টিয়ার-১ বা ২ যে-অ্যাকাউন্টই হোক না কেন, ন্যূনতম টাকা জমা না-দেওয়ার কারণে যেগুলির লেনদেন পিএফআরডিএ বন্ধ করে দিয়েছিল, তার সবগুলিই খুলে দেওয়া হবে। এখন থেকে ওই সব লগ্নিকারী তাঁদের বন্ধ হয়ে যাওয়া এনপিএস অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন। পিএফআরডিএ জানিয়েছে, অসংগঠিত ক্ষেত্র সমেত সকলের কাছে এনপিএসকে জনপ্রিয় করতে চায় তারা। ন্যূনতম জমা কমালেও তারা অবশ্য জানিয়েছে, লগ্নিকারীরা সম্ভব হলে এই তহবিল বাড়িয়ে নিলে বেশি পেনশন পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NPS money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE