Advertisement
২০ এপ্রিল ২০২৪

জোড়-বিজোড় ফিরছে, ছাড় দু’চাকার যানে

শীত আসছে। বাড়ছে দূষণ। দূষণ রুখতে দিল্লিতে ফের চালু হতে চলেছে গাড়ির জোড়-বিজোড়ের নীতি। যদিও এ বার ছাড় দেওয়া হয়েছে দু’চাকার যানে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৩
Share: Save:

শীত আসছে। বাড়ছে দূষণ। দূষণ রুখতে দিল্লিতে ফের চালু হতে চলেছে গাড়ির জোড়-বিজোড়ের নীতি। যদিও এ বার ছাড় দেওয়া হয়েছে দু’চাকার যানে।

২০১৭ সালে জাতীয় পরিবেশ আদালত রায় দিয়েছিল, দু’চাকার ক্ষেত্রেও মেনে চলতে হবে জোড়-বিজোড়ের নীতি। সোমবার সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের তরফে আজ অতিরিক্ত সরকারি কৌঁসুলি, বিচারপতি মদন বি লোকুর ও দীপক গুপ্তর বেঞ্চ জানিয়েছেন, দিল্লিতে নিয়মিত প্রায় ৬৮ লক্ষ দু’চাকার যান চলাচল করে। তাই দু’চাকার যানের ক্ষেত্রে জোড়-বিজোড়ের নীতি চালু হলে পরিবহণ ব্যবস্থার উপর চাপ বেড়ে যাবে। দু’চাকাগুলিকে জোড়-বিজোড় নীতির বাইরে রাখার আর্জি জানিয়েছিল আপ সরকার। কিন্তু আদালত তা খারিজ করে জানায়, এই ছাড় দিলে রাজধানীর দূষণ ঠেকানো অসম্ভব হয়ে যাবে। আদালত এও জানিয়েছিল, দিল্লিতে ৬৫ লক্ষের বেশি দু’চাকার যান চলে। এমন অনেক গাড়িই রয়েছে যেগুলি বেশ পুরনো। ফলে সেগুলি থেকে দূষণের আশঙ্কা আরও বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Odd even rule Delhi Two Wheelers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE