Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মেরুকরণের বিরুদ্ধে সরব যোগীর মন্ত্রী

গোষ্ঠী সংঘর্ষে সাধারণ মানুষের মৃত্যু হয়, নেতারা মারা যান না কেন— জনসভায় এই প্রশ্ন তুললেন উত্তরপ্রদেশের মন্ত্রী ও পি রাজভড়।

যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ

সংবাদ সংস্থা
আলিগড় শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০৩:১৩
Share: Save:

গোষ্ঠী সংঘর্ষে সাধারণ মানুষের মৃত্যু হয়, নেতারা মারা যান না কেন— জনসভায় এই প্রশ্ন তুললেন উত্তরপ্রদেশের মন্ত্রী ও পি রাজভড়। গত কালই এনডিএ ছাড়ার হুমকি দিয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশের বিজেপি শরিক সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা রাজভড় সমাজে বিভেদ ছড়ানোর অভিযোগ এনে আজ ফের কাঠগড়ায় তুললেন যোগী আদিত্যনাথের দলকে।

আলিগড়ের এক সভায় রাজভড়ের মন্তব্য, ‘‘সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনাগুলিতে কখনও কি কোনও বড় নেতা নিহত হয়েছেন?... নেতারা কেন মারা যাননি?’’ এর পরেই জনতার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘‘ধর্মের ভিত্তিতে আপনাদের যারা লড়াতে চান, তাঁদের গায়ে আগুন লাগান। তখনই ওঁরা বুঝবেন।

আর অন্যের গায়ে আগুন লাগানোও বন্ধ করবেন।’’

ফৈজাবাদ, মোগলসরাইয়ের নাম বদল নিয়ে যোগী যে পদক্ষেপ করছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজভড়। তাঁর দাবি, প্রথমে মুখতার আব্বাস নকভি, শাহনাওয়াজ হোসেনের মতো দলের মুসলিম নেতাদের নাম বদল করুক বিজেপি। তার পরেই জায়গার নাম বদলের চেষ্টা করুক। উত্তরপ্রদেশে বিজেপির প্রতি শরিক দলের নেতার হুঁশিয়ারি, লোকসভা ভোটে জোট না হলে রাজ্যের আশিটি আসনেই প্রার্থী দেবেন তাঁরা। বিজেপিকে যার ফল ভুগতে হবে। কালই তিনি হুমকি দিয়েছিলেন, বিজেপি চাইলে জোটে থাকবেন, না চাইলে নিজেই লড়বেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Om Prakash Rajbhar Yogi Adityanath Polarization
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE