Advertisement
২০ এপ্রিল ২০২৪
Omar Abdullah

ওমরদের দ্রুত মুক্তির আশ্বাস!

রবিবার শাহের সঙ্গে বৈঠক করেন বুখারির দলের প্রতিনিধিরা।

ওমর আবদুল্লা। ফাইল চিত্র।

ওমর আবদুল্লা। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ও শ্রীনগর শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ০৩:৫৮
Share: Save:

জম্মু-কাশ্মীরের বন্দি নেতাদের শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন। আজ এমনই দাবি করেছেন নবগঠিত ‘জম্মু-কাশ্মীর আপনি পার্টি’র নেতা আলতাফ বুখারি। রবিবার শাহের সঙ্গে বৈঠক করেন বুখারির দলের প্রতিনিধিরা। স্বরাষ্ট্র মন্ত্রকও এক বিবৃতিতে পরে জানায়, ‘‘রাজনৈতিক বন্দিদের নির্দিষ্ট সময়ে মুক্তি দেওয়া হবে বলে বৈঠকে মন্তব্য করেছেন শাহ।’’ এখনও বন্দি দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি-সহ অনেক নেতা।

অন্য দিকে ভিন রাজ্যের জেলে বন্দি কাশ্মীরিদের ফেরাতে উপত্যকার সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন সদ্য মুক্তি পাওয়া ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। রবিবার এক বিবৃতিতে ফারুক বলেছেন, ‘‘আমার অনুরোধ, বাইরের জেলে বন্দি কাশ্মীরিদের ফেরাতে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের কাছে আবেদন জানানো হোক। আমাদের আশা, তাঁরা মুক্তিও পাবেন। কিন্তু অন্তত মানবিকতার খাতিরে এখন তাঁদের জম্মু-কাশ্মীরের জেলে ফেরানো হোক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Omar Abdullah Kashmir Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE