Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মাওবাদী হানা, হত পুলিশ

শনিবারই ছত্তীসগঢ় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আর তার আগে শুক্রবারই বিস্ফোরণে প্রাণ হারালেন ছত্তীসগঢ় সশস্ত্র বাহিনীর (সিএএফ) এক কনস্টেবল। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। মাওবাদী অধ্যুষিত সুকমায় শুক্রবার বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, এ দিন ধরমপেন্টা গ্রামের কাছে একটি নির্মীয়মাণ কালভার্টের কাছে টহল দিচ্ছিল সিএএফ-এর একটি দল। কিছু ক্ষণ পরই আইই়ডি বিস্ফোরণ হয়।

শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০২:৫৫
Share: Save:

শনিবারই ছত্তীসগঢ় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আর তার আগে শুক্রবারই বিস্ফোরণে প্রাণ হারালেন ছত্তীসগঢ় সশস্ত্র বাহিনীর (সিএএফ) এক কনস্টেবল। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। মাওবাদী অধ্যুষিত সুকমায় শুক্রবার বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, এ দিন ধরমপেন্টা গ্রামের কাছে একটি নির্মীয়মাণ কালভার্টের কাছে টহল দিচ্ছিল সিএএফ-এর একটি দল। কিছু ক্ষণ পরই আইই়ডি বিস্ফোরণ হয়। তাতে তিন জন জখম হয়েছেন। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইও চলে। এর পর ওই জঙ্গিরা ঘন জঙ্গলে পালিয়ে যায়। গুরুতর জখম ওই তিন কনস্টেবলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান এক জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maoist attack Chhattisgarh IED Maoist bastar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE