Advertisement
২০ এপ্রিল ২০২৪
Miracle

পাঁচতলা থেকে নীচে পড়ল দুধের শিশু, তার পর...

মুম্বইয়ের বিএস দেবাশি রোডের গোপী কৃষ্ণ আবাসনের বাসিন্দা অজিত এবং জ্যোতি।

বাবা-মায়ের সঙ্গে ছোট্ট অথর্ব। ছবি: অজিত বরকাডের ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

বাবা-মায়ের সঙ্গে ছোট্ট অথর্ব। ছবি: অজিত বরকাডের ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ১৩:৫৩
Share: Save:

নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না মুম্বইয়ের বাসিন্দা অজিত এবং জ্যোতি বরকাডে। পাঁচতলা থেকে জানলা গলে নীচে পড়ে গিয়েছিল তাঁদের একবছরের শিশুপুত্র। সব শেষ ভেবে নীচে দৌড়ে এসেছিলেন তাঁরা। কিন্তু এসে দেখেন, চোট পেলেও দিব্যি জ্ঞান রয়েছে তাঁদের ছেলের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আপাতত চিকিৎসাধীন শিশুটি।

মুম্বইয়ের বিএস দেবাশি রোডের ‘গোপী কৃষ্ণ আবাসন’-এর বাসিন্দা অজিত এবং জ্যোতি। গোটা পরিবার নিয়ে সেখানে বাস তাঁদের। বৃহস্পতিবার সকালে ফ্ল্যাটের ড্রয়িং রুমে আপন মনে খেলছিল তাঁদের চোদ্দ মাসের ছেলে অথর্ব। পৌনে ৯টা নাগাদ ড্রয়িং রুমের দেওয়ালে বসানো ফরাসি ধাঁচের কাচের জানলা খুলে জামা-কাপড় মেলতে যান অজিতের মা। কিন্তু জানলা ঠিক করে বন্ধ করতে ভুলে যান তিনি।

তাতেই বিপত্তি বাধে। বাইরের দিকে লোহার গ্রিল বসানো না থাকায়, খেলতে খেলতে খোলা কাচের জানলা দিয়ে নীচে পড়ে যায় অথর্ব। বিষয়টি বুঝতে দেরি হয়নি তাঁদের। আতঙ্কে নীচে ছুটে আসেন সকলে। কিন্তু এসে দেখেন, মাটিতে শুয়ে কাঁদছে ছোট্ট শিশুটি। ঠোট ফেটে রক্ত পড়ছে তার। প্রাথমিক ধাক্কা সামলে ধাতস্থ হন তাঁরা। তার পর নজর যায় অথর্বের পাশে নুয়ে পড়া একটি গাছের ডালের দিকে। বাকিটা বুঝতে আর অসুবিধা হয়নি।

আরও পড়ুন: এক ভাইয়ের স্ত্রী অন্য ভাইয়েরও ‘ভোগ্য’, বালিগঞ্জের অভিজাত আবাসনের গৃহবধূ থানার দ্বারস্থ​

আরও পড়ুন: পিঠে কিল-চড়, যন্ত্রণায় চোখে জল নিয়েও ক্যামেরা থেকে দৃষ্টি সরাননি চিত্র সাংবাদিক শাজিলা!

আবাসন চত্বরেই দীর্ঘদিন ধরে বেড়ে উঠেছে গাছটি। তার উচ্চতা পাঁচতলা ছাড়িয়ে গিয়েছে। একটি ডাল আবার পাঁচতলায় অজিতদের ফ্ল্যাটের জানলার নীচ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাই খোলা জানলা দিয়ে সোজা ওই গাছের ডালের উপর এসে পড়ে অথর্ব। তার ভারে ডালটি নুয়ে পড়ে। সেখান থেকে মাটিতে পড়ে যায় অথর্ব। তাই গুরুতর চোট পায়নি সে। বরং ভয়ে কেঁদে ফেলে।

তড়িঘড়ি মুলুন্ডের বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অথর্বকে। এই মুহূর্তে সেখানে আইসিইউতে ভর্তি রয়েছে সে। তার ঠোঁট ফেটে গিয়েছে। চোট লেগেছে পায়ে। তবে লিভারে আঘাত লাগাতেই চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন তাকে। তবে আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE