Advertisement
২৫ এপ্রিল ২০২৪

স্বশাসন ও কথার পক্ষে বার্তা চিদম্বরমের

শনিবার চেন্নাইয়ে নিজের বই প্রকাশ অনুষ্ঠানে কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খোলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম।

পি চিদম্বরম। —ফাইল চিত্র।

পি চিদম্বরম। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ০৩:১২
Share: Save:

কাশ্মীরিদের স্বশাসন দেওয়ার জন্য সওয়াল করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর মতে, পাকিস্তানের সঙ্গে আলোচনা ছাড়া পথ নেই।

পুলওয়ামায় জঙ্গি হামলার পরে কাশ্মীরে গণভোটের পক্ষে সওয়াল করে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসন। শনিবার চেন্নাইয়ে নিজের বই প্রকাশ অনুষ্ঠানে কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খোলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম। তিনি বলেন, ‘‘কাশ্মীর ভারত থেকে আলাদা হয়ে যাক, এটা আমি কখনই চাইব না। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে গণভোটের কোনও প্রশ্নই নেই।’’ এর পরেই তিনি তুলে ধরেন স্বশাসনের প্রসঙ্গ। বলেন, ‘‘আমি যতটুকু বুঝেছি, কাশ্মীরিরা স্বশাসন দাবি করছেন। সেটা তাঁদের দেওয়া যেতেই পারে।’’

অনুষ্ঠানে উপস্থিত ডিএমকে নেতা থামিজাচি থাঙ্গাপন্ডিয়ান মনে করান, কাশ্মীরে গণভোটের প্রতিশ্রুতি তো জওহরলাল নেহরুও দিয়েছিলেন। চিদম্বরম বলেন, ‘‘তখন পরিস্থিতি অন্য ছিল। অবিভক্ত জম্মু-কাশ্মীরে সেই গণভোটের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এখন জম্মু অন্য রকম ভাবে। লে, লাদাখ এবং কার্গিল পুরনো ভাবনাচিন্তা থেকে সরে এসেছে। তাই আজ সেখানে গণভোট সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।’’

চিদম্বরম আরও বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খুঁজতে হবে। তিনি বলেন, ‘‘অটলবিহারী বাজপেয়ী এবং মনমোহন সিংহ বলেছিলেন, আমরা বন্ধু বদলাতে পারি, কিন্তু পড়শি বদলাতে পারি না। পাকিস্তানের মতো প্রতিবেশীকে নিয়েই চলতে হবে। তাই আলোচনা ছাড়া পথ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

P Chidambaram Kashmir কাশ্মীর
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE