Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

ফের ভারতের আকাশে পাক ড্রোন, রাজস্থানে বাড়িতে পড়ল বোমা!

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর এই নিয়ে পাকিস্তানের চারটি ড্রোন ধ্বংস করল ভারত।

গুজরাতের কচ্ছে ধ্বংস করা পাকিস্তানি ড্রোন। —ফাইল চিত্র

গুজরাতের কচ্ছে ধ্বংস করা পাকিস্তানি ড্রোন। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৫:৫৮
Share: Save:

ভারত-পাক যুদ্ধের আবহ স্তিমিত হলেও গুপ্তচরবৃত্তি চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। ফের তার প্রমাণ মিলল রাজস্থানে। সোমবার শ্রীগঙ্গানগর জেলার সীমান্ত এলাকায় একটি পাক ড্রোনকে ধ্বংস করল ভারতীয় সেনা। পাক গুপ্তচর সন্দেহে এক জনকে গ্রেফতারও করা হয়েছে।

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর এই নিয়ে পাকিস্তানের চারটি ড্রোন ধ্বংস করল ভারত। সোমবারওই ড্রোন থেকে একটি বাড়িতে বোমা ফেলা হয় বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে সেটি ফাটেনি। যদিও সেনা বা পুলিশের তরফে বোমা ফেলার খবর নিশ্চিত করা হয়নি।

শ্রীগঙ্গানগরের এক পুলিশকর্তা ইসমাইল খান বলেন, ‘‘স্থানীয়েরা অভিযোগ করেন,ওই এলাকায় একটি বাড়ির ছাদের উপর কোনও সন্দেহজনক যন্ত্র ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গে সেনা এবং বিএসএফকে খবর দেওয়া হয়।’’ দুই বাহিনীর অফিসাররা ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখে জানান, সেটি পাকিস্তানের ড্রোন। নজরদারির জন্যই সীমান্তের ও পার থেকে ওই ড্রোন পাঠানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান সেনার।

আরও পড়ুন: ভারত-পাক দ্বন্দ্ব কতবার, কী ভাবে, পরিণতিই বা কী? ঝালিয়ে নিন আপনার জ্ঞানভাণ্ডার

আরও পড়ুন: পুলওয়ামায় গাড়ি ও বিস্ফোরক সরবরাহকারী জঙ্গির মৃত্যু এনকাউন্টারে

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় গত ২৬ জানুয়ারি। ওই দিনই গুজরাতের কচ্ছ এলাকায় একটি পাক ড্রোন নজরে আসে সেনার। স্পাইডার মিসাইল দিয়ে সেটিকে ধ্বংস করা হয়। নাঙ্ঘাটারের কাছে মেলে ওই ড্রোনটির ধ্বংসাবশেষ।

দ্বিতীয় ঘটনাটি ঘটে ৪ মার্চ রাজস্থানের বারমেড় সীমান্তে। সেখানেও একটি আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) নজরে আসে সেনা জওয়ানদের। সুখোই যুদ্ধবিমান থেকে গুলি করে সেটিকে ধ্বংস করা হয়।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, স্বামীকে ফোনে না পেয়ে টুইট সুষমার

এর পর ৯ মার্চ সন্ধ্যায় এই শ্রীগঙ্গানগরেই আরও একটি পাক ড্রোন ধ্বংস করে সেনা। এর পর ফের একই এলাকায় পাক ড্রোনের সন্ধান মেলায় উদ্বিগ্ন নিরাপত্তা আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, নজরদারি আরও বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে, সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানাতে।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajasthan Pakistan Drone Indian Army
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE