Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শশিকলাকে তাড়াতে ছক কষছেন পলানীস্বামী

এই পরিস্থিতিতেই শশিকলাকে সরানোর উদ্যোগ নিলেন পলানী-পনীররা। জয়ললিতার মৃত্যুর পরে এডিএমকের সাধারণ সভার বৈঠকে শশিকলাকে অন্তর্বর্তী সাধারণ সম্পাদিকা হিসেবে নিয়োগ করা হয়।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ০৩:০৫
Share: Save:

জেলবন্দি শশিকলাকে দলের শীর্ষ পদ থেকে সরাতে উদ্যোগী হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানীস্বামী। এ জন্য এডিএমকে (আম্মা)-র সাধারণ সভার বৈঠক ডাকতে চলেছেন তাঁরা। পলানীস্বামীর নেতৃত্বে এডিএমকের বৈঠকে আজ এই সিদ্ধান্ত হয়েছে।

পলানীস্বামী ও পনীরসেলভম শিবিরের মিলনের সিদ্ধান্তের বিরোধিতা করে এডিএমকের ২১ জন বিধায়ক শশিকলার ভাইপো টিটিভি দিনকরণের পাশে দাঁড়িয়েছেন। সরকার সংখ্যালঘু হওয়ায় মুখ্যমন্ত্রীকে বহিষ্কারের জন্য রাজ্যপালের কাছে তাঁরা দরবার করলেও তাঁদের একার পক্ষে পলানীস্বামীকে সরানো সম্ভব নয়। এই পরিস্থিতিতেই শশিকলাকে সরানোর উদ্যোগ নিলেন পলানী-পনীররা। জয়ললিতার মৃত্যুর পরে এডিএমকের সাধারণ সভার বৈঠকে শশিকলাকে অন্তর্বর্তী সাধারণ সম্পাদিকা হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় জয়ললিতার বান্ধবী জেলে যেতেই পরিস্থিতি বদলে গিয়েছে। শশীর উদ্যোগে পলানী মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিকই, তবে পনীর শিবিরের সঙ্গে মিলনের শর্ত হিসেবে শশিকলাকে দল থেকে বহিষ্কার করতে রাজি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন সেই প্রক্রিয়াই দ্রুত এগোচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE