Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

পনীরসেলভমের ইস্তফা, ক্ষমতার খেলায় বাজিমাৎ করে শশিকলাই মুখ্যমন্ত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ও পনীরসেলভম। এআইএডিএমকে সাধারণ সম্পাদক শশিকলা নটরাজনই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বলে এআইএডিএমকে-র তরফে জানানো হয়েছে। বিধায়ক দলের বৈঠকে শশিকলাকে পরিষদীয় দলনেত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০৫
Share: Save:

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ও পনীরসেলভম। এআইএডিএমকে সাধারণ সম্পাদক শশিকলা নটরাজনই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বলে এআইএডিএমকে-র তরফে জানানো হয়েছে। বিধায়ক দলের বৈঠকে শশিকলাকে পরিষদীয় দলনেত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। ‘আম্মা’ জয়ললিতার ছেড়ে যাওয়া পদ ‘চিন্নাম্মা’ শশিকলার হাতে তুলে দিতেই পনীরসেলভম মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিলেন। জানানো হয়েছে তামিলনাড়ুর শাসক দলের তরফে।

তামিলনাড়ুতে এআইএডিএমকে ক্ষমতায় থাকা সত্ত্বেও বেশ কয়েক বার আইনি জটিলতায় জয়ললিতাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সাময়িক ভাবে সরে থাকতে হয়েছিল। যত বার জয়া সরে থেকেছেন, তত বারই তাঁর হয়ে রাজ্যপাট সামলেছেন তাঁর বিশ্বস্ততম অনুগামী ও পনীরসেলভম। জয়া মুখ্যমন্ত্রী থাকাকালীন যখন অসুস্থ হয়ে পড়েন, তখনও ক্যাবিনেটের ‘নাম্বার-টু’ ব্যক্তিত্ব হিসেবে মন্ত্রিসভার বৈঠকে পনীরসেলভমই সভাপতিত্ব করতেন। তাই স্বাভাবিক ভাবেই জয়ার মৃত্যুর পর পনীরসেলভমই মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু জয়ার মৃত্যুর পর তাঁর দীর্ঘ দিনের বান্ধবী শশিকলার দাপট যে ভাবে দ্রুত বাড়ল এআইএডিএমকে-তে, তাতে শেষ পর্যন্ত আত্মসমর্পণই করলেন ও পনীরসেলভম। রাজ্যপাট শশিকলার হাতে তুলে দিতে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিলেন তিনি। দল ও সরকারে যে ভাবে শশিকলার কর্তৃত্ব নিরঙ্কুশ হচ্ছিল, তাতে মুখ্যমন্ত্রিত্বে খুব শীঘ্রই তাঁর অভিষেক হতে চলেছে বলে জল্পনা তীব্র হচ্ছিল। দলের একটি অংশ শশিকলার মুখ্যমন্ত্রিত্বের দাবিতে প্রকাশ্যে সওয়াল করতে শুরু করেছিল। জয়ললিতাও বার বারই দল ও সরকারের শীর্ষপদ এক সঙ্গেই নিজের হাতে রাখতেন। সেই দৃষ্টান্ত তুলে ধরে এআইএডিএমকে-র অনেক প্রবীণ নেতাও বলতে শুরু করেছিলেন, দল ও সরকারের শীর্ষপদ অভিন্ন ব্যক্তির হাতে না থাকলে ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হবে। তাই অবিলম্বে শশিকলার মুখ্যমন্ত্রী হওয়া জরুরি। রবিবার সে প্রস্তাবে এআইএডিএমকে বিধায়ক দলের সিলমোহর পড়ে গেল। মুখ্যমন্ত্রী পদের শপথ নেওয়া চিন্নাম্মার জন্য এখন শুধু অল্প একটু সময়ের অপেক্ষা।

মৃত্যুবার্ষিকীতে আন্নাদুরাইয়ের প্রতি শ্রদ্ধা এআইএডিএমকে-র। দু’দিন আগের এই কর্মসূচিতেও অগ্রণী ছিলেন শশিকলা। পিছনে ছিলেন মুখ্যমন্ত্রী পনীরসেলভম। ছবি: পিটিআই।

জয়ার প্রয়াণের কয়েক দিন পর থেকেই শশিকলাকে মুখ্যমন্ত্রী করার দাবি সুকৌশলে উঠতে শুরু করেছিল এআইএডিএমকে-তে। শশিকলা নিজে অবশ্য খুব তাড়াহুড়ো দেখাননি। প্রথমে তিনি এআইএডিএমকে সাধারণ সম্পাদক পদ হাসিল করে দলের কর্তৃত্ব নিজের হাতে নেন। দলের সেই শীর্ষ পদে কয়েক মাস কাটানোর পরে এ বার তিনি মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করতে চলেছেন।

আরও পড়ুন: ‘বাহুবলী’ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী! রয়েছেন ‘গুরু’ মোদীও

চেন্নাইতে এআইএডিএমকে সদর দফতরে রবিবার দলীয় বিধায়কদের বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠকের খবরে তামিলনাড়ু জুড়ে জল্পনা ছড়ায় যে সরকারের মাথা বদলাতে চলেছে। জল্পনা সত্য প্রমাণিত হল। এআইএডিএমকে-র তরফে জানানো হয়েছে, দলীয় বিধায়করা পরিষদীয় দলনেত্রী হিসেবে শশিকলা নটরাজনকে বেছে নিয়েছেন। ও পনীরসেলভম যে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন, সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে এআইএডিএমকে-র তরফে। শীঘ্রই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শশিকলা নটরাজন। পরিষদীয় দলের বৈঠকে পনীরসেলভমই পরবর্তী নেত্রী হিসেবে শশিকলার নাম প্রস্তাব করেন। অতএব আপাদৃষ্টিতে দলের মধ্যে কোনও বড় বিরোধিতা এ নিয়ে নেই। কিন্তু ওয়াকিবহাল মহল বলছে, পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শশিকলার নাম নিজেই প্রস্তাব করা ছাড়া অন্য কোনও সম্মানজনক পথই পনীরসেলভমের সামনে ছিল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE