Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

এ বার বিমানে বসেই মোবাইল, ইন্টারনেট?

সুপারিশে বলা হয়েছে, ভারতের আকাশে ন্যূনতম ৩ হাজার মিটার উচ্চতায় বিমান থাকলে সেখানে অনবোর্ড ওয়াই-ফাইয়ের মাধ্যমে যাত্রীদের ইন্টারনেট পরিষেবা দেওয়া যেতে পারে। দেওয়া যেতে পারে মোবাইল ফোনে কথা বলা, মেসেজিং-এর সুযোগসুবিধাও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ২০:০৩
Share: Save:

এ বার তা হলে বিমানে বসেই যোগাযোগ করা যাবে মোবাইল ফোনে? ব্যবহার করা যাবে ইন্টারনেটও?

কেন্দ্রীয় সরকারের কাছে সেই সুপারিশই করেছে ভারতের টেলিকম পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা ‘দ্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ (ট্রাই)

সুপারিশে বলা হয়েছে, ভারতের আকাশে ন্যূনতম ৩ হাজার মিটার উচ্চতায় বিমান থাকলে সেখানে অনবোর্ড ওয়াই-ফাইয়ের মাধ্যমে যাত্রীদের ইন্টারনেট পরিষেবা দেওয়া যেতে পারে। দেওয়া যেতে পারে মোবাইল ফোনে কথা বলা, মেসেজিং-এর সুযোগসুবিধাও। এই যোগাযোগকে বলা হয়, ‘ইন-ফ্লাইট কানেক্টিভিটি’ (আইএফসি)।

ট্রাই জানিয়েছে, মানুষের মতামত ও বিশেষজ্ঞ স্তরে আলোচনার ভিত্তিতেই ওই সুপারিশ করা হয়েছে। এ-ও জানানো হয়েছে, একমাত্র মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবলেটের মতো ইলেক্ট্রনিক ডিভাইসগুলি আকাশে ফ্লাইট বা এরোপ্লেন মোডে থাকলেই যাত্রীরা ওই অনবোর্ড ওয়াই-ফাইয়ের সুযোগসুবিধা পেতে পারেন।

আরও পড়ুন- ব্রিটিশ মন্ত্রিসভায় প্রথম মুসলিম মহিলা ভারতীয় বংশোদ্ভূত নুস​

আরও পড়ুন- বৃহস্পতির চাঁদে প্রাণ আছে? বাঙালির চোখে খুঁজে দেখবে নাসা​

ট্রাই-এর তরফে বলা হয়েছে, ভারতের আকাশসীমায় আইএফসি পরিষেবার অনুমতি দেওয়ার জন্য আলাদা ভাবে ‘আইএফসি সার্ভিস প্রোভাইডার’-এ ক্যাটিগরি বানানোর দরকার। আর সেই ‘আইএফসি সার্ভিস প্রোভাইডার’দের নাম কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকে বাধ্যতামূলক ভাবে নথিভুক্ত করানো প্রয়োজন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TRAI MCA Internet ট্রাই
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE