Advertisement
১৬ এপ্রিল ২০২৪

এখনই ক্লিনচিট নয় সলবেন্দ্রকে, জানাল এনআইএ

পঠানকোট কাণ্ডে নতুন মোড়। শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়েছিল গুরুদাসপুরের পুলিশ সুপার সলবেন্দ্র সিংহকে ক্লিনচিট দেওয়া হয়েছে। শনিবার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) স্পষ্ট ভাবে জানাল, সলবেন্দ্র সিংহকে এখনও ক্লিনচিট দেওয়া হয়নি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ও শিমলা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬ ০৩:০৮
Share: Save:

পঠানকোট কাণ্ডে নতুন মোড়। শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়েছিল গুরুদাসপুরের পুলিশ সুপার সলবেন্দ্র সিংহকে ক্লিনচিট দেওয়া হয়েছে। শনিবার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) স্পষ্ট ভাবে জানাল, সলবেন্দ্র সিংহকে এখনও ক্লিনচিট দেওয়া হয়নি। অন্য দিকে পঠানকোট থেকে উধাও হওয়া অল্টোর চালকের খুনের সঙ্গে কোনও জঙ্গি-যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে হিমাচলপ্রদেশ পুলিশ। তবে প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি নাশকতা রুখতে দেশ জুড়ে গত কাল থেকেই যে ধরপাকড় চলছে, সে ধারা শনিবারও অব্যাহত। এই দিন আরও ৮ জন সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ।

সলবেন্দ্র সিংহকে ক্লিনচিট না দেওয়ার প্রসঙ্গে এনআইএ শনিবার জানায়, আগামী সপ্তাহে সলবেন্দ্রের বন্ধু রাজেশ বর্মা, রাঁধুনি মদন গোপালের পলিগ্রাফ টেস্ট হবে। পরীক্ষা হবে মন্দিরের দেখভাল করার দায়িত্বে থাকা আরও এক ব্যক্তির। এই তিন ব্যক্তির পলিগ্রাফ টেস্টের পরেই সলবেন্দ্রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এনআইএ। তবে এখনও পর্যন্ত বারবার জেরা, লাই ডিটেক্টর টেস্টের পরেও সলবেন্দ্রর কথায় অসঙ্গতি পায়নি এনআইএ। তাঁর বাড়ি-অফিস তল্লাশি করেও হাতে আসেনি সন্দেহ করার মতো কিছু।

অন্য দিকে শুক্রবার পঠানকোট থেকে নিখোঁজ হওয়া ট্যাক্সি-চালকের খুনের সঙ্গে জঙ্গি-সূত্র না থাকার ইঙ্গিত দিয়েছিল হিমাচলপ্রদেশ পুলিশ। সেই সম্ভাবনাকেই গুরুত্ব দিয়ে মাদক পাচারের কোনও যোগ এর সঙ্গে আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। খোঁজ চলছে ওই গাড়ি আর তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরও।

ইতিমধ্যে ২৬ জানুয়ারির প্রাক্কালে দেশে জঙ্গি নাশকতা রুখতে বিশেষ তত্পর এনআইএ। ধৃত পাঁচ জনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশের ৬টি শহরের ১২টি বিভিন্ন স্থানে হানা দিয়ে শনিবারও তারা গ্রেফতার করেছে আট সন্দেহভাজন ব্যক্তিকে। এদের মধ্যে এক জন কর্নাটক, এক জন লখনউ, দু’জন হায়দরাবাদ, তিন জন বেঙ্গালুরুর এবং এক জন মুম্বইয়ের।

ধৃতদের বয়স কুড়ি থেকে পঞ্চাশের মধ্যে। এনআইএর দাবি, এরা সকলেই আইএসের হয়েই নাশকতার ছক কষছে। ধৃতদের স্থানীয় আদালতে তোলা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE