Advertisement
২৫ এপ্রিল ২০২৪
The Accidental Prime Minister

ফের বিপাকে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ট্রেলার নিষিদ্ধের আর্জি আদালতে

অভিযোগকারিণী বলছেন, চলচ্চিত্র আইনের ৩৮ নম্বর ধারা লঙ্ঘন করেছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির ট্রেলার।

ছবিতে মনমোহন সিংহের ভূমিকায় অনুপম খের।

ছবিতে মনমোহন সিংহের ভূমিকায় অনুপম খের।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ২১:০৬
Share: Save:

ফের বিপাকে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। এ বার ছবির ট্রেলার ও প্রোমো নিষিদ্ধ করার দাবি উঠল। সেই মর্মে আবেদন জমা পড়ল দিল্লি হাইকোর্টে। তাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পদটি সাংবিধানিক। ছবির ট্রেলারে শুধুমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহেরই নয়, গোটা দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সোমবার আবেদনটির শুনানি স্থির হয়েছে।

মনমোহন সিংহ দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর উপদেষ্টা ছিলেন সঞ্জয় বারু। পরবর্তীকালে সেই অভিজ্ঞতা নিয়ে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ বইটি লেখেন তিনি, যাতে মনমোহন সিংহ ও তত্কালীন সরকারের উপর কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর প্রভাব খাটানোর বিষয়টি উল্লেখিত রয়েছে।

সেই বই অবলম্বন করেই তৈরি হয়েছে‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিটি। কিন্তু আবেদনকারীর অভিযোগ, সঞ্জয় বারুর বইয়ের উপর ভিত্তি করে ছবি তৈরি হচ্ছে বলে চারদিকে প্রচার করা হয়েছে। কিন্তু বইয়ের সঙ্গে কোনও মিল নেই ছবির। মানুষকে বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে ভুয়ো গল্প তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: এক জন প্রধানমন্ত্রী বাঙালি হওয়া উচিত, মমতাকে শুভেচ্ছা জানিয়ে বললেন দিলীপ ঘোষ​

আরও পড়ুন: কর্মী নেই, রেকের দুর্দশা, মেট্রোর বেহাল ছবি, অন্তর্তদন্তে আনন্দবাজার​

অভিযোগকারিণী বলছেন, চলচ্চিত্র আইনের ৩৮ নম্বর ধারা লঙ্ঘন করেছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির ট্রেলার। ওই আইনে স্পষ্ট বলা রয়েছে, জীবিত কোনও ব্যক্তিকে নিয়ে ছবি বানাতে গেলে তাঁদের সম্মতি নিতে হয়। এ ক্ষেত্রে তা মানা হয়নি।

দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে মনমোহন সিংহের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ছবিতে অক্ষয় খন্না রয়েছেন সঞ্জয় বারুর চরিত্রে। বিতর্ক নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘‘এই ধরনের ছবি নিয়ে বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। তবে এটা শুধুমাত্র একটা ছবি। মানুষের মনোরঞ্জন করাই আমাদের লক্ষ্য। তা নিয়ে এত হইচই করার দরকার নেই। তা ছাড়া বইটিও নাগালের মধ্যেই রয়েছে। গরমিলের প্রশ্নই ওঠে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE