Advertisement
২০ এপ্রিল ২০২৪
Narendra Modi

ভারত মাতা কি জয় নিয়েও অসুবিধা? মনমোহনকে কটাক্ষ মোদীর

তবে শুধু মনমোহনকে কটাক্ষ করেই থামেননি মোদী। ‘বন্দে মাতরম’ প্রসঙ্গ তুলে জওহরলাল নেহরুকেও তিনি এই বিতর্কে টেনে এনেছেন বলে মত রাজনীতির কারবারিদের।

নাম না করে মনমোহনকে কটাক্ষ মোদীর। —ফাইল চিত্র।

নাম না করে মনমোহনকে কটাক্ষ মোদীর। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ১৪:৫৭
Share: Save:

জাতীয়তাবাদ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের অপব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তা এ নিয়ে নাম না করে এ বার তাঁকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, ‘‘আজকাল দেখি ভারত মাতা কি জয় নিয়ে অনেকের সমস্যা হচ্ছে।’’

মঙ্গলবার বিজেপির সংসদীয় বোর্ডের সদস্যদের সামনে বক্তৃতা করার সময়ই এমন মন্তব্য করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘ভারত মাতা কি জয় বলতে অস্বস্তি বোধ করেন কিছু মানুষ। স্বাধীনতা সংগ্রামের সময় যেমন বন্দে মাতরম বলতে কিছু লোকের অস্বস্তি হতো। বাইরে থেকে যাঁরা আমেরিকায় গিয়েছেন, মার্কিন নাগরিক হিসাবে নিজেদের পরিচয় দিতে লজ্জিত বোধ করেন না তাঁরা। কিন্তু এখানে ভারত মাতা বলতে হবে কেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।’’

নাম না করে এ দিন কংগ্রেসকেও কটাক্ষ করেন মোদী। তিনি বলেন, ‘‘দেশের জন্য কাজ করে চলেছি আমরা। কিছু মানুষ রয়েছেন যাঁরা দলটাকে টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন।’’

আরও পড়ুন: দিল্লিতে পুলিশের দিকে পিস্তল তাক করা সেই যুবক গ্রেফতার​

আরও পড়ুন: ৩ হাজার টাকার জন্য মালিকের শিশুপুত্রকে গলা কেটে খুন! ১২ ঘণ্টার মধ্যে ধৃত কর্মচারী​

সম্প্রতি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে লেখা একটি বই প্রকাশের অনুষ্ঠানে গিয়ে উগ্র জাতীয়তাবাদ নিয়ে মুখ খোলেন মনমোহন সিংহ। তিনি বলেন, ‘‘আজকাল জাতীয়তাবাদ এবং ভারত মাতা কি জয়স্লোগানের অপব্যবহার করছেন কিছু মানুষ। ভারত সম্পর্কে একটি উগ্র ও সম্পূর্ণ আবেগতাড়িত ভাবনা গড়ে তোলার উদ্দেশ্যেই এটি করা হচ্ছে, যেখানে দেশের লক্ষ লক্ষ বাসিন্দা ও নাগরিকের কোনও ঠাঁই নেই।’’ তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতেই এ দিন প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে শুধু মনমোহনকে কটাক্ষ করেই থামেননি মোদী। ‘বন্দে মাতরম’ প্রসঙ্গ তুলে জওহরলাল নেহরুকেও তিনি এই বিতর্কে টেনে এনেছেন বলে মত রাজনীতির কারবারিদের। তাঁদের মতে, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানের কিছু পঙক্তি নিয়ে একসময় উদ্বেগ প্রকাশ করেছিলেন জওহরলাল নেহরু। এ দিন সেই প্রসঙ্গও টেনে আনেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE