Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ভিডিয়োয় জঙ্গি-বার্তা, যুবকের খোঁজ

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি আতঙ্ক ছড়ানোর অভিযোগে অসমের এক যুবককে খুঁজছে কোচবিহারের পুলিশ। জঙ্গি সংগঠন গড়ার দাবি তুলে ভিডিয়ো ‘বার্তা’ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ০৩:০০
Share: Save:

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি আতঙ্ক ছড়ানোর অভিযোগে অসমের এক যুবককে খুঁজছে কোচবিহারের পুলিশ। জঙ্গি সংগঠন গড়ার দাবি তুলে ভিডিয়ো ‘বার্তা’ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবক নিজেকে অসমের ধুবুরির আগমনী এলাকার বাসিন্দা নির্মল রায় বলে দাবি করে জঙ্গি আন্দোলনের হুমকি দিচ্ছেন। গ্রেটার কোচবিহার পিপল্স অ্যাসোসিয়েশনের নেতা এবং ফেরার অনন্ত রায়কে সমর্থন করেন বলেও জানিয়েছেন ওই যুবক।

পুলিশের একাংশ জানান, নাম-পরিচয় ভাঁড়িয়ে আতঙ্ক ছড়ানো কিংবা টাকা তোলার ছকও কষা হয়ে থাকতে পারে। ওই ভিডিয়ো যাতে কেউ ‘শেয়ার’ না করেন, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, স্বরাষ্ট্র দফতরকে জানানো হয়েছে। কোচবিহার পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে বলেন, “এই ভিডিয়ো কেন ছাড়া হয়েছে, তা দেখা হচ্ছে। এই যাতে গুজব না ছড়ায়, তা-ও দেখছি।”

ফেরার অনন্ত রায়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর এক অনুগামী বলেন, ‘‘ওই ভিডিয়োয় কেউ মহারাজের নাম নিলে ঠিক করেননি। আমরা জঙ্গি আন্দোলনের বিরোধী।’’ জঙ্গি আন্দোলন ছেড়ে কেএলও’র অধিকাংশ সদস্যই মূল স্রোতে ফিরেছেন। পঞ্চায়েত ভোটে রাজবংশী সম্প্রদায়ের একাধিক সংগঠন তৃণমূলকে সমর্থন করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Terrorist Terrorism Assam Cooch Behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE