Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National news

জম্মুতে হামলার ছক ভেস্তে দিল পুলিশ, লক্ষ্য ছিল দিল্লিও!

পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গির নাম ইরফান হুসেন ওয়ানি। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরার বাসিন্দা সে। তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে।

ধৃত সেই জঙ্গি। ছবি: পিটিআই।

ধৃত সেই জঙ্গি। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ১৪:১৯
Share: Save:

পরিকল্পনা ছিল জম্মুতে বিস্ফোরণ ঘটানোর। কিন্তু তার আগেই ধরা পড়ে গেল এক জঙ্গি।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে জম্মুর গাঁধীনগরে একটি বাস থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে ৮টি তাজা হ্যান্ড গ্রেনেড এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গির নাম ইরফান হুসেন ওয়ানি। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরার বাসিন্দা সে। তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। পুলিশের দাবি, জেরায় ওই জঙ্গি তাদের জানিয়েছে,জম্মু থেকে দিল্লি যাওয়ার কথা ছিল তার। এখানেই সন্দেহ আরও দানা বেঁধেছে পুলিশের। সামনেই স্বাধীনতা দিবস। তা হলে কী রাজধানীতে বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিরা?

দিল্লিতে কোথায় যাচ্ছিল, কার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল ধৃত জঙ্গি, তা নিয়ে তদন্ত শুরু করেছে দিয়েছে পুলিশ। কয়েক দিন আগেই গোয়েন্দারা আভাস দিয়েছিলেন, স্বাধীনতা দিবসে জম্মু-কাশ্মীর ও দিল্লিতে বড়সড় হামলার ছক কষছে লস্কর, জৈশ এবং হিজবুলের মতো জঙ্গিগোষ্ঠীরা। এ বিষয়ে সংশ্লিষ্ট রাজ্যের নিরাপত্তা সংস্থা ও পুলিশকে সতর্কবার্তাও পাঠিয়ে দিয়েছিলেন তাঁরা। কিন্তু তার আগেই এই জঙ্গি ধরা পড়ায় বড়সড় হামলার ছক ভেস্তে দেওয়া সম্ভব হল বলে দাবি জম্মু-কাশ্মীর পুলিশের।

আরও পড়ুন: সুকমার জঙ্গলে ধুন্ধুমার, নিরাপত্তাবাহিনীর গুলিতে হত ১৪ মাওবাদী, ছত্তীসগঢ়ে সতর্কতা

আরও পড়ুন: যোগীকে কালো পতাকা দেখিয়ে ভিটেছাড়া পূজা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

terrorist Jammu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE