Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পোস্টার বিতর্কে নাটক বন্ধ আলিগড়ে

ফের বিতর্কে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)। এ বার প্রখ্যাত নাট্যকার অসগর ওজাহতের লেখা ‘জিস লাহৌর নহী দেখা, উও জন্মাই নই’ শো বন্ধ করে দেওয়া হল সেখানে।

নাটকের একটি দৃশ্য।

নাটকের একটি দৃশ্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ০৩:৫২
Share: Save:

ফের বিতর্কে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)। এ বার প্রখ্যাত নাট্যকার অসগর ওজাহতের লেখা ‘জিস লাহৌর নহী দেখা, উও জন্মাই নই’ শো বন্ধ করে দেওয়া হল সেখানে।

রবিবার এএমইউ-এর ড্রামা ক্লাবের প্রযোজনায় বিশ্ববিদ্যালয়ের কেনেডি হলে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। অভিযোগ, নাটক শুরু হওয়ার কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ কোনও কারণ না-দেখিয়েই শো বন্ধ করে দেন। এ ভাবে নাটক বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাবিদ এবং নাট্যজগতের মানুষজন।

দেশবিভাগের পটভূমিকায় লেখা এই নাটকটি গত তিরিশ বছর দেশে বিভিন্ন ভাষায় মঞ্চস্থ হয়েছে। প্রখ্যাত নাট্যকার হাবিব তনবির প্রায় ২৫ বছর আগে এই নাটকটি মঞ্চস্থ করে সাড়া ফেলেছিলেন। পাকিস্তানেও কট্টর মৌলবাদীদের বিরোধিতা সত্ত্বেও নাটকটির অনেক শো হয়েছে। সম্প্রতি নাটকটি ফের মঞ্চে এনেছেন দিল্লির অস্মিতা থিয়েটারের পরিচালক অরবিন্দ গৌড়। গত শনি ও রবিবার দিল্লিতে তাঁর এই নাটকের শো-র সব টিকিট বিক্রি হয়ে যায়। অরবিন্দ সোমবার ফোনে বলেন, ‘‘নাটকটির প্রবল জনপ্রিয়তায় উৎসাহী হয়ে এএমইউ-এর কিছু ছাত্র এটি মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁরা ওখানে এর মধ্যেই বেশ কয়েকটি শো-ও করেছেন। রবিবার ফের শো ছিল। কিন্তু আচমকা সেটি বন্ধ করে দেওয়ার মতো সংবিধানবিরোধী কাজ কেন করা হল, মাথায় ঢুকছে না।’’

এএমইউ-এর ছাত্রদের একাংশের অভিযোগ, এই নাটকটির প্রদর্শনের আগে প্রচারের জন্য ভারতের মানচিত্রের উপরে নাটকের নাম লিখে একটি পোস্টার তৈরি করা হয়েছিল। ওই পোস্টারটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লাগানো হয়। এই মানচিত্রটি নিয়েই অভিযোগ তোলেন স্থানীয় কিছু বিজেপি নেতা ও সমর্থক। তাঁদের অভিযোগ, ওই মানচিত্রে কাশ্মীরের অংশটি ঠিক মতো দেখানো হয়নি। এই বিষয়টি নিয়েই তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপরে চাপ তৈরি করে নাটকটির শো বন্ধ করে দেন। পোস্টারগুলোও খুলে ফেলা হয় বলে অভিযোগ।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র, অধ্যাপক সফে কিদোয়াই বলেন, ‘‘নাটক বা নাটকের বিষয়বস্তু ঘিরে কোনও সমস্যা নেই। সমস্যা নাটকের প্রচারে ব্যবহৃত পোস্টারকে ঘিরে। ওই পোস্টারে ভারতের মানচিত্র ভুল ভাবে দেখানো হয়েছে। যা জাতীয় সংহতিকে ক্ষুণ্ণ করতে পারে। ওই নাটক ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে হতে পারে।’’

আরও পড়ুন: নেশায় বুঁদ করিয়ে ‘প্রভাবশালী’দের বাড়িতে পাঠানো হত হোমের মেয়েদের!

অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা মানবেন্দ্র সিংহ পোস্টারের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। তার পরেই রবিবারের ওই নাটকটির প্রদর্শন বাতিল করে দেওয়া হয়। ভারতের মানচিত্রকে ভুল ভাবে দেখানোর জন্য ড্রামা ক্লাবের সভাপতি তথা অধ্যাপক বিভা শর্মা, কেনেডি হলের দায়িত্বে থাকা আব্দুল মান্নান ও ড্রামা ক্লাবের সদস্য রাবিয়া খান্নামকে কারণ দর্শানোরও নোটিস ধরিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দিল্লির মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, নাটকটির প্রদর্শনের উপরে তারা কোনও নিষেধাজ্ঞা জারি করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE