Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আরএসএসের দাবি খারিজ প্রণবের

মাস কয়েক আগে নাগপুরে সঙ্ঘের সদর দফতরে প্রণববাবুর যাওয়া ঘিরে জলঘোলা হয়। এ বার ওই ফাউন্ডেশন গুরুগ্রামের গ্রামীণ এলাকায় সামাজিক কাজে তাদের সহযোগিতা নিতে চলেছে বলে আরএসএস সূত্র দাবি করে।

প্রণব মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

প্রণব মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩৮
Share: Save:

আরএসএস হরিয়ানায় তাঁর নামাঙ্কিত ফাউন্ডেশনের প্রকল্পে সাহায্য করতে পারে, দিনভর চর্চিত এমন খবর খারিজ করে বিবৃতি দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রণব মুখার্জি ফাউন্ডেশন’ এবং আরএসএসের কোনও সহযোগিতার সম্পর্ক বর্তমানে নেই। ভবিষ্যতেও হবে না।

মাস কয়েক আগে নাগপুরে সঙ্ঘের সদর দফতরে প্রণববাবুর যাওয়া ঘিরে জলঘোলা হয়। এ বার ওই ফাউন্ডেশন গুরুগ্রামের গ্রামীণ এলাকায় সামাজিক কাজে তাদের সহযোগিতা নিতে চলেছে বলে আরএসএস সূত্র দাবি করে। তাদের এ-ও দাবি, সম্প্রতি আরএসএসের কিছু কর্মীও প্রণববাবুর সঙ্গে দেখা করেন। আরএসএসের তরফে জানানো হয়, ওই সব এলাকায় তাদের প্রভাব যথেষ্ট। ফলে ফাউন্ডেশনের কাজে তারা সাহায্য করবে।

এর পরই ফাউন্ডেশনের তরফে বলা হয়, কোনও কাজের জন্যই আরএসএসের সহযোগিতা নেওয়া হচ্ছে না। রাতে প্রণববাবুর দফতরের বিবৃতিতে জানানো হয়, ২০১৬ সালের জুলাইয়ে গুরুগ্রামে ফাউন্ডেশনের স্মার্টগ্রাম প্রকল্প শুরু হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপতি বেশ কয়েকটি গ্রাম দত্তক নেন। হরিয়ানা সরকারের আমন্ত্রণে গত দু’বছরে শুরু হওয়া কিছু প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে রবিবার যাবেন প্রাক্তন রাষ্ট্রপতি। থাকবেন হরিয়ানার মুখ্যমন্ত্রীও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pranab Mukherjee RSS Foundation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE