Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

নরেন্দ্র মোদীর প্রশংসায় প্রণব মুখোপাধ্যায়

‘বহুমত’ অর্থাত্ সংখ্যাগরিষ্ঠতার ঊর্ধ্বে উঠে ‘সর্বমত’-এর ভিত্তিতে দেশ চালাতে হবে। আলোচনা এবং মতৈক্যই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড পন্থা। শনিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ১৯:২৯
Share: Save:

‘বহুমত’ অর্থাত্ সংখ্যাগরিষ্ঠতার ঊর্ধ্বে উঠে ‘সর্বমত’-এর ভিত্তিতে দেশ চালাতে হবে। আলোচনা এবং মতৈক্যই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড পন্থা। শনিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপির প্রবল জয়ের প্রশংসা করেছেন প্রণববাবু। সেই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন ক্ষমতায় যে-ই আসুক না কেন সংখ্যাগিরষ্ঠতাবাদের ঊর্ধ্বে উঠে সকলকে নিয়ে এগিয়ে চলতে হবে।

আরও পড়ুন, আধারই সেরা, কবুল এ বার বিশ্ব ব্যাঙ্কেরও

দল জেতার পর নরেন্দ্র মোদী বলেছিলেন, আমাদের সকলের বিনম্র হওয়ার প্রয়োজন। এ দিন মোদীর সেই বক্তৃতাকে উদ্ধৃত করে প্রণববাবু তাতে সহমত পোষণও করেন। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই ঠিক হয় ক্ষমতায় কোন দল বসবে, কিন্তু রাষ্ট্র চালাতে গেলে সর্বমতের নীতিই অনুসরণ করা উচিত। আর এটাই ভারতীয় প্রথা।

বর্তমানে যে ভাবে কথায় কথায় সংসদ অচল করে দেওয়া হচ্ছে, সে প্রসঙ্গও তুলেছেন প্রণববাবু। তিনি বলেন, এটা তাঁকে মর্মহত করে যখন দেখেন ভারতীয় গণতন্ত্রের মৌলিক স্তম্ভে আঘাত আসে।

আরও পড়ুন, যাতায়াত হবে অনেক বেশি আরামের, চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন

তিনি আরও জানান, যে ভাবে সংসদ, বিধানসভাগুলিতে কর্ম ব্যাহত হচ্ছে, যে ভাবে সাংসদ ও বিধায়করা দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছেন তা মোটেই কাম্য নয়। এই ‘দুষ্টচক্র’কে ভেঙে শাসক ও বিরোধী উভয় পক্ষই কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন প্রণববাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pranab Mukherjee Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE