Advertisement
২৫ এপ্রিল ২০২৪

গাঁধী-হত্যা বাদ, ক্ষুব্ধ ইয়েচুরি

প্রণব আরএসএস-এর অনুষ্ঠানে গিয়ে ভারতের বহুত্ববাদের ইতিহাসের কথা বলেছেন। কিন্তু ইয়েচুরির কটাক্ষ, প্রণবের ইতিহাসের পাঠে গাঁধীর হত্যাকাণ্ডের অনুপস্থিতি অনেক ফাঁক রেখে গেল।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ০৪:২১
Share: Save:

বামেদের মধ্যে মতভেদ মেনে নিয়েও রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করেছিল সিপিএম। সেই প্রণবই আরএসএস-এর সদর দফতরে গিয়ে সঙ্ঘের প্রতিষ্ঠাতাকে ‘ভারতমাতার মহান সন্তান’ আখ্যা দেওয়ায় অস্বস্তিতে পড়েছেন সিপিএম নেতৃত্ব। অস্বস্তি কাটাতে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে এ বার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেই নিশানা করলেন সীতারাম ইয়েচুরি।

প্রণব আরএসএস-এর অনুষ্ঠানে গিয়ে ভারতের বহুত্ববাদের ইতিহাসের কথা বলেছেন। কিন্তু ইয়েচুরির কটাক্ষ, প্রণবের ইতিহাসের পাঠে গাঁধীর হত্যাকাণ্ডের অনুপস্থিতি অনেক ফাঁক রেখে গেল। ভাল হত, উনি যদি আরএসএস-কে তার নিজের ইতিহাস মনে করিয়ে দিতেন। সর্দার পটেল লিখেছিলেন, আরএসএস-এর লোকেরা গাঁধীর মৃত্যুর পর মিষ্টি বিলি করেছিলেন।

ইয়েচুরির মতো অনেক সিপিএম নেতার সঙ্গেই প্রণবের সুমধুর সম্পর্ক। ২০১২-তে দলের মধ্যে বিদ্রোহ, সিপিআই-আরএসপি-র আপত্তি সত্ত্বেও প্রণবকে রাষ্ট্রপতি পদে সমর্থনের সিদ্ধান্ত নেন ইয়েচুরিরা। তার প্রতিবাদে দল ছাড়া প্রসেনজিৎ বসুর যুক্তি, ‘‘যাঁরা প্রণবকে তখন সাংবিধানিক মূল্যের ধারক বলেছিলেন, তাঁরা এ বার আত্মসমীক্ষা করুন।’’

মহম্মদ সেলিমের মতো পলিটব্যুরো নেতাদের মতে, যখন মোদী সরকারের জনপ্রিয়তার রেখচিত্র নামছে, পর পর উপনির্বাচনে বিজেপি হারছে, সে সময় প্রণব আরএসএস-বিজেপিকে সুযোগ করে দিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sitaram Yechury Pranab Mukherjee Mahatma Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE