Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Priyanka Vadra

‘বিজেপির উদ্দেশ্য আর চরিত্র স্পষ্ট হয়ে গিয়েছে’, রাজস্থান নিয়ে তোপ প্রিয়ঙ্কার

প্রিয়ঙ্কার টুইট, ‘‘করোনার মতো রাষ্ট্রীয় সঙ্কটের সময় এমন নেতৃত্বের প্রয়োজন ছিল, যাঁরা মানুষের স্বার্থে কাজ করবেন। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার এখন জনতার দ্বারা নির্বাচিত একটি সরকারকে ফেলার চেষ্টাতেই ব্যস্ত।’’

রাজস্থান প্রসঙ্গে বিজেপিকে নিশানা প্রিয়ঙ্কা বঢরার— ফাইল চিত্র।

রাজস্থান প্রসঙ্গে বিজেপিকে নিশানা প্রিয়ঙ্কা বঢরার— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৯:৪০
Share: Save:

মরুরাজ্যে রাজনৈতিক অস্থিরতার জন্য বিজেপিকে নিশানা করলেন প্রিয়ঙ্কা বঢরা। তাঁর অভিযোগ, করোনা অতিমারির কারণে দেশ যখন সঙ্কটে, কেন্দ্রের শাসকদল তখন রাজস্থানের জনতার দ্বারা নির্বাচিত সরকারকে ফেলার চেষ্টা করে যাচ্ছে। তাঁর টুইট, ‘‘বিজেপির উদ্দেশ্য এবং চরিত্র স্পষ্ট হয়ে গিয়েছে। জনগণ এর জবাব দেবে।’’

এআইসিসি-র সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কার দাবি, দেশের সঙ্কটের সময়ে কাজের উপরেই নেতৃত্বের স্বীকৃতি নির্ভর করে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকার এ ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ। তাঁর টুইট, ‘‘সঙ্কটের মুহূর্তেই নেতৃত্বকে চেনা যায়। করোনার মতো রাষ্ট্রীয় সঙ্কটের সময় এমন নেতৃত্বের প্রয়োজন ছিল, যাঁরা মানুষের স্বার্থে কাজ করবেন। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার এখন জনতার দ্বারা নির্বাচিত একটি সরকারকে ফেলার চেষ্টাতেই ব্যস্ত।’’

কার্গিল বিজয় দিবসে আজ যুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন প্রিয়ঙ্কা। লিখেছেন, ‘‘আমাদের দেশ রক্ষার যুদ্ধে শহিদ জওয়ানদের প্রণাম জানাই।’’ রাজস্থানে অশোক গহলৌতের সরকারের পতন ঘটাতে কেন্দ্র ক্ষমতার অপপ্রয়োগ করছে বলে কংগ্রেস শীর্ষনেতৃত্ব অভিযোগ তুলেছে ইতিমধ্যেই। এর প্রতিবাদে সোমবার দেশের প্রতিটি রাজ্যে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিধানসভা ডাকতে ফের গহলৌতের চিঠি, এড়ালেন আস্থা-প্রসঙ্গ

রাজস্থানের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক অবিনাশ পান্ডে আজ সরাসরি রাজ্যপাল কলরাজ মিশ্রকে নিশানা করেছেন। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী গহলৌত বিধানসভা অধিবেশন ডাকার অনুরোধ করলেও রাজ্যপাল তা উপেক্ষা করছেন। এই ঘটনা সাংবিধানিক ক্ষমতার অপব্যবহারের নজির। গণতান্ত্রিক মূল্যবোধেরও পরিপন্থী।’’

আরও পড়ুন: ‘বিশ্বাসঘাতক পাকিস্তান’, নাম করেই মন কি বাত-এ আক্রমণ মোদীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE