Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Entertainment News

পদ্মাবত: দীপিকার নাক কাটলে কোটি কোটি টাকা পুরস্কার ঘোষণা

কানপুর ক্ষত্রিয় মহাসভার প্রেসিডেন্ট গজেন্দ্র সিংহ রাজাওয়াত বুধবার সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমরা কানপুরের সাধারণ মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করেছি। যিনি দীপিকার নাক কাটতে পারবেন, তাঁকে ওই টাকা পুরস্কার দেব।’’

‘পদ্মাবত’-এর একটি দৃশ্যে দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

‘পদ্মাবত’-এর একটি দৃশ্যে দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ১৩:১৩
Share: Save:

দীর্ঘ বাধা-বিপত্তির পর আজ বৃহস্পতিবার মুক্তি পেল সঞ্জয় লীলা ভন্সালীর বহু বিতর্কিত ছবি ‘পদ্মাবত’। এর মধ্যেই ফের দীপিকা পাড়ুকোনের নাক কাটার হুমকি দিল কানপুরের একটি সংগঠন।

কানপুর ক্ষত্রিয় মহাসভার প্রেসিডেন্ট গজেন্দ্র সিংহ রাজাওয়াত বুধবার সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমরা কানপুরের সাধারণ মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করেছি। যিনি দীপিকার নাক কাটতে পারবেন, তাঁকে ওই টাকা পুরস্কার দেব।’’

এ দিকে রাজস্থান, হরিয়ানা, গুজরাত, মধ্যপ্রদেশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করেন এক কংগ্রেস সমর্থক। সুপ্রিম কোর্ট আগেই সব রাজ্যে ‘পদ্মাবত’ মুক্তির নির্দেশ দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার বিজেপি শাসিত এই চার রাজ্য বাদে গোটা দেশে ছবিটি মুক্তি পায়। প্রশ্ন ওঠে, ‘পদ্মাবত’ মুক্তির আগে কেন হিংসাত্মক আন্দোলন নিয়ন্ত্রণ করা গেল না? সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি।

আরও পড়ুন, বিন্দুতে বিঁধে অবচেতনে হানাদার পদ্মাবত-ই

তবে পশ্চিমবঙ্গে ‘পদ্মাবত’ নিয়ে বুধবারই গ্রিন সিগন্যাল দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ছবি মুক্তির পর আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে রাজ্য। তিনি বলেন, ‘‘আমাদের রাজ্যে ছবিটি নিয়ে কোনও বাধা নেই। বজরং দল এটা (গোলমাল) করছে। যারা হাঙ্গামা করছে, বিজেপির উচিত তাদের নিয়ন্ত্রণে রাখা।’’ তবে পুলিশ আত্মবিশ্বাসী, বাংলায় ছবিটির অবাধ প্রদর্শনে অসুবিধা হবে না।

আরও পড়ুন, পদ্মাবত নামেই ওঁদের আতঙ্ক

ছবি মুক্তির আগেই দেশের নানা জায়গায় ছড়িয়ে পড়েছিল সহিংস বিক্ষোভ। রাজপুত করণি সেনা হুমকি দিয়েছিল, ‘পদ্মাবত’-এর মুক্তি তারা যে কোনও মূল্যে রুখবে। ছবিতে ইতিহাস বিকৃত হয়েছে, এই অভিযোগে শপিং মলে ভাঙচুর চালিয়েছে কয়েকটি সংগঠন। পোড়ানো হয়েছে গাড়ি। স্কুল পড়ুয়া ভর্তি বাসেও ঢিল ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি দেখে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া জানিয়েছে, রাজস্থান, গুজরাত, মধ্য প্রদেশ ও গোয়ায় ছবিটি প্রদর্শন করবে না তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE