Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

ভীমা-কোরেগাঁও মামলায় মুম্বইয়ে গ্রেফতার সমাজতত্ত্ববিদ আনন্দ তেলতুম্বে

শনিবার ভোর রাত সাড়ে ৩টেয় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে পুণে পুলিশ অধ্যাপক তেলতুম্বেকে গ্রেফতার করে। এ দিনই তাঁকে আদালতে হাজির করানো হতে পারে।

অধ্যাপক আনন্দ তেলতুম্বে। -ফাইল ছবি।

অধ্যাপক আনন্দ তেলতুম্বে। -ফাইল ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৩
Share: Save:

মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁওয়ের হিংসাত্মক ঘটনায় জড়িত সন্দেহে এ বার গ্রেফতার করা হল বিশিষ্ট দলিত সমাজতত্ত্ববিদ আনন্দ তেলতুম্বেকে। তাঁকে যাতে গ্রেফতার করা না হয়, সে জন্য পুণে আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অধ্যাপক তেলতুম্বে। কিন্তু গতকালই সেই আর্জি খারিজ করে দেয় আদালত।

শনিবার ভোর রাত সাড়ে ৩টেয় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে পুণে পুলিশ অধ্যাপক তেলতুম্বেকে গ্রেফতার করে। এ দিনই তাঁকে আদালতে হাজির করানো হতে পারে।

২০১৭ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁওয়ে দলিত বিজয়দিবস অনুষ্ঠানে বড় গন্ডগোল হয়েছিল। পুলিশের দাবি, সেই ঝামেলায় জড়িত ছিলেন বর্ষীয়ান অধ্যাপক ও কবি ভারাভারা রাও, ট্রেড ইউনিয়ন নেত্রী আইনজীবী সুধা ভরদ্বাজ, অধ্যাপক তেলতুম্বে-সহ বেশ কয়েক জন বুদ্ধিজীবী। তদন্তে নেমে মাওবাদীদের একটি চিঠি পাওয়ার দাবি করে পুলিশ জানায়, তাতে প্রধানমন্ত্রীকে হত্যার ছকের উল্লেখ ছিল। সেই চিঠিতে ভারাভারার নামও রয়েছে। তার প্রেক্ষিতে গত বছরের অগস্টে গ্রেফতার করা হয় ভারভারা রাওকে। একই সঙ্গে মুম্বই, দিল্লি, ফরিদাবাদ, রাঁচী ও গোয়ায় ব্যাপক তল্লাশি চালিয়ে পুণে পুলিশ আরও চার সমাজকর্মীকে গ্রেফতার করে। সেই সময় গ্রেফতার করা হয় সুধা ভরদ্বাজ, সমাজকর্মী অরুণ ফেরেরা, ভার্নন গঞ্জালভেস ও গৌতম নওলাখাকে। পুলিশের দাবি, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনাতেও জড়িত ছিলেন।

আরও পড়ুন- ভীমা-কোরেগাঁওয়ে জমায়েত দলিতদের, কড়া সতর্কতা মহারাষ্ট্রে​

আরও পড়ুন- মাও ঘনিষ্ঠতার অভিযোগ, দেশজুড়ে গ্রেফতার বেশ কয়েক জন সমাজকর্মী

পুণে আদালত শুক্রবার অধ্যাপক তেলতুম্বের আগাম জামিনের আর্জি খারিজ করতে গিয়ে জানায়, নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওয়িস্ট) এবং এলগার পরিষদের সঙ্গে তাঁর যোগাযোগ রেখে চলার পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে। ভীমা-কোরেগাঁওয়ে ২০১৭ সালের গন্ডগোলে যারা জড়িত ছিল বলে সুর্নির্দিষ্ট তথ্য রয়েছে।

অধ্যাপক তেলতুম্বের আইনজীবীর অভিযোগ, এই গ্রেফতারি ‘অবৈধ’। কারণ, এর আগে সুপ্রিম কোর্টের রায়ে জানানো হয়েছিল, আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অধ্যাপক তেলতুম্বেকে গ্রেফতার করা যাবে না।

অধ্যাপক তেলতুম্বে সুপ্রিম কোর্টে তাঁর বিরুদ্ধে পুলিশের এফআইআর বাতিল করার আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি অবশ্য খারিজ হয়ে যায় শীর্ষ আদালতে। তার পরেই পুণে আদালতে আগাম জামিনের আর্জি জানান অধ্যাপক তেলতুম্বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE