Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অমরনাথ নিয়ে তোপ কেন্দ্রকে

অমরনাথ ফেরৎ বাসযাত্রীদের উপর হামলা নিয়ে শুধু কংগ্রেস, তৃণমূল, বিএসপি-র মতো বিরোধীরা নয়, তাৎপর্যপূর্ণ ভাবে সরকারের তুমুল সমালোচনা করেছে শরিক শিবসেনাও।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭ ০৪:১০
Share: Save:

চিন নিয়ে ডাকা সর্বদল বৈঠকে উঠল অমরনাথ-প্রসঙ্গও। সেই বৈঠকে চিন প্রশ্নে পাশে পেলেও অমরনাথ নিয়ে বিরোধী তোপের মুখে নাজেহাল হল নরেন্দ্র মোদীর সরকার।

অমরনাথ ফেরৎ বাসযাত্রীদের উপর হামলা নিয়ে শুধু কংগ্রেস, তৃণমূল, বিএসপি-র মতো বিরোধীরা নয়, তাৎপর্যপূর্ণ ভাবে সরকারের তুমুল সমালোচনা করেছে শরিক শিবসেনাও।

বিরোধী এবং শিবসেনার মূল প্রশ্ন, অনন্তনাগ এলাকায় বাসযাত্রীদের উপর হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটল? বৈঠকেই সরকারের কাছে এই গাফিলতির জবাব চেয়েছেন বিরোধী নেতারা। পরে তাঁরা অভিযোগ করেন, এই প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি সরকারের থেকে। ইঙ্গিত স্পষ্ট, চিন নিয়ে রেহাই পেলেও আসন্ন সংসদ অধিবেশনে অমরনাথ-কাণ্ড তথা কাশ্মীর পরিস্থিতি নিয়ে তোপের মুখে পড়তে হবে মোদী সরকারকে।

বৈঠকের পর একটি বিবৃতি দিয়ে অমরনাথ-কাণ্ড নিয়ে বিরোধীদের ক্ষোভের কথা জানান তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, ‘‘সরকার নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কথা আগে থেকেই জানতো। কেন তারা ব্যবস্থা নেয়নি? কেন এই গাফিলতি? এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আমরা আজকের বৈঠকে প্রশ্নটি তুলেছি। কিন্তু কোনও উত্তর দেয়নি সরকার।’’ একই ভাবে কংগ্রেসের আনন্দ শর্মা বৈঠকে প্রশ্ন তোলেন, বাসটি কেন রাতের অন্ধকারে জঙ্গিপ্রবণ এলাকা দিয়ে যাচ্ছিল? অমরনাথের বোর্ডে বাসটির নম্বর কেন নথিভুক্ত করা ছিল না? সরকার এরও কোনও সদুত্তর দেয়নি বলে অভিযোগ কংগ্রেসের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE