Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

চৌকিদারই চোর, প্রমাণ করে দেব, রাফাল-রায় শুনে বললেন রাহুল

বেঞ্চ এও বলেছে, যুদ্ধবিমান কেনার প্রযুক্তিগত এবং পদ্ধতিগত বিষয় নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দিল্লিতে, সাংবাদিক সম্মেলনে। শুক্রবার। ছবি- পিটিআই

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দিল্লিতে, সাংবাদিক সম্মেলনে। শুক্রবার। ছবি- পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৬
Share: Save:

‘চৌকিদারই যে চোর’, তা প্রমাণ করে দেবেন, বললেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। সুপ্রিম কোর্টের রাফাল-রায়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামোল্লেখ না করে শুক্রবার রাহুল বলেছেন, ‘‘দেশ বুঝে গিয়েছে, চৌকিদারই চোর। প্রমাণ করে দেব, অনিল অম্বানীর দোস্ত প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী)। তাই দোস্তকে উনি চুরিটা করতে দিয়েছেন।’’

রাফাল মামলা খারিজ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গড়া তিন সদস্যের বেঞ্চ বলেছে, ‘‘এমন কোনও তথ্যগত প্রমাণ আমরা খুঁজে পাইনি, যাতে মনে হয় যে কাউকে বেআইনি ভাবে সুবিধা দেওয়া হয়েছে।’’ বেঞ্চ এও বলেছে, যুদ্ধবিমান কেনার প্রযুক্তিগত এবং পদ্ধতিগত বিষয় নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।

শীর্ষ আদালতের এই রায়ে যে খুশি নন, দিল্লিতে এ দিন সাংবাদিক সম্মেলনে তা গোপন রাখেননি কংগ্রেস সভাপতি। বলেছেন, ‘‘প্রতিটি রাফাল বিমানের দাম যেখানে ৫২৬ কোটি টাকা, সেখানে তা কিনতে কেন ১৬০০ কোটি টাকা দাম দেওয়া হল? এটাই আমাদের মূল প্রশ্ন। এত জমি রয়েছে আমাদের হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল)। এত দক্ষ কর্মী রয়েছে হ্যালের। অত্যাধুনিক যুদ্ধবিমান বানানোর অভিজ্ঞতা রয়েছে যথেষ্টই। অথচ, সেই হ্যালকে দায়িত্ব না দিয়ে বন্ধু অম্বানীকে চুরিটা করার সুযোগ দিয়ে দিলেন প্রধানমন্ত্রী।’’

আরও পড়ুন- রাফাল চুক্তিতে গলদ নেই, কোনও তদন্ত নয়, জানাল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে কেন্দ্র

আরও পড়ুন- ক্ষমা চান রাহুল, ভোট পিছনে রেখে রাফাল নিয়ে ময়দানে অমিত শাহ​

রাফাল বিমানের দর-দাম নিয়ে ক্যাগ রিপোর্টে আলোচনা হয়েছিল বলে শীর্ষ আদালতের বেঞ্চ যে মন্তব্য করেছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল। বলেছেন, ‘‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান মল্লিকার্জুন খড়্গে এখানেই রয়েছেন। উনি কি এই সব কিছু জানতেন? পিএসি-র কেউই জানেন না। সুপ্রিম কোর্ট জেনে গেল!’’
কোন পিএসি’র কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, তা নিয়েও কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি। বলেন, ‘‘সরকারকে বলতে হবে, কোথায় সেই ক্যাগ রিপোর্ট। তা পিএসি-র চেয়ারম্যান খড়্গেজীকে দেখানো হোক। জানি না, হয়তো আর একটা পিএসি চালানো হচ্ছে। হতে পারে সেটা অন্য কোনও দেশের সংসদ। সেটা ফ্রান্সের পার্লামেন্টও হতে পারে। এও হতে পারে, প্রধানমন্ত্রীর কার্যালয়েই আর একটা পিএসি রয়েছে মোদীজীর।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE