Advertisement
১৬ এপ্রিল ২০২৪

‘বলুন তো কে’, রাহুলের হেঁয়ালি বুঝেও ঠুঁটো বিজেপি

হেঁয়ালিতেও শেষ নয়। ধাঁধার শেষে গত কাল রাঁচীতে সমাজসেবী স্বামী অগ্নিবেশের উপর হামলার একটি ভিডিও জুড়ে দেন রাহুল। যে হামলাকারী হিসাবে অভিযোগের আঙুল উঠেছে বিজেপি যুব মোর্চার বিরুদ্ধে।

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ০৪:৫০
Share: Save:

গত কাল বলেছিলেন— ‘আমি কংগ্রেস’।

আজ রাহুল গাঁধী জানাতে চাইলেন আর এক জনের কথা। রহস্যভেদে রীতিমতো কুইজ মাস্টারের ঢঙে তিনটি সূত্র দিয়ে প্রশ্ন রাখলেন আম জনতার কাছে, ‘বলুন তো এই আমি কে?’

যা সমাধান করলেই পৌঁছে যাওয়া যাবে উত্তরে। জানা যাবে কার কথা বোঝাতে চাইছেন রাহুল। উত্তর অবশ্য রাহুল দেননি। কিন্তু অনুচ্চারিত উত্তরে ভর করে সংসদের বাদল অধিবেশনে প্রথম দিনে রীতিমতো অ্যাডভান্টেজ কংগ্রেস। অস্বস্তিতে বিজেপি নেতারা।

কী এমন সেই হেঁয়ালি?

রাহুল লিখেছেন, ‘‘আমি এমন এক জন যে ক্ষমতাবান লোকেদের সামনে মাথা নত করি। এক জন ব্যক্তি কতটা ক্ষমতাবান ও শক্তিশালী সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’’ দ্বিতীয় ক্লু, ‘‘আমি ক্ষমতার শ্রেণিবিন্যাস ধরে রাখতে ঘৃণা ও ভয়কে ব্যবহার করে থাকি। আমি দুর্বলদের খুঁজে বার করে তাদের ধ্বংস করি।’’ তৃতীয় সূত্রে বলা হয়েছে, ‘‘কে কত দরকারি, সেটা বুঝেই আমি তাদের নম্বর দিয়ে থাকি।’’ ওই তিনটি সূত্র দিয়ে রাহুল জানতে চেয়েছেন, ‘‘এই আমি কে?’’

শেষ পর্যন্ত সেই প্রশ্নের জবাব দেননি রাহুল। কিন্তু রাজনৈতিক শিবির থেকে আমজনতা কারওরই বুঝতে বাকি নেই এখানে রাহুলের নিশানায় কে। পর পর দু’দিন রাহুলের টুইটে অস্বস্তিতে পড়ে যাওয়া বিজেপিও আজ মুখে কুলুপ এঁটেছে। রাহুলের পরিণত বিদ্রুপের পাখির চোখ এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝে নীরব দলও। হেঁয়ালিতে কোথাও প্রধানমন্ত্রীর নাম না থাকায় সরাসরি শীর্ষ নেতার হয়ে সওয়ালেও নামতে পারছেন না বিজেপি নেতৃত্ব। বিজেপির এক নেতার কথায়, ‘‘সরাসরি কিছু না-বলায় আক্রমণও করা যাচ্ছে না। আগ বাড়িয়ে কিছু বলাও যাচ্ছে না।’’

হেঁয়ালিতেও শেষ নয়। ধাঁধার শেষে গত কাল রাঁচীতে সমাজসেবী স্বামী অগ্নিবেশের উপর হামলার একটি ভিডিও জুড়ে দেন রাহুল। যে হামলাকারী হিসাবে অভিযোগের আঙুল উঠেছে বিজেপি যুব মোর্চার বিরুদ্ধে। বিজেপি শাসিত ঝাড়খণ্ডে আদিবাসী সমাজের সমস্যা নিয়ে মুখ খোলার কথা ছিল অগ্নিবেশের। অভিযোগ, তাঁর মুখ বন্ধ করতেই পরিকল্পিত ভাবে ওই হামলা চালানো হয়। স্বভাবতই ‘আমি কে’ প্রশ্নের সঙ্গে ওই ভিডিও জুড়ে দিয়ে রাহুল আজ বুঝিয়ে দিতে চেয়েছেন, কী ভাবে সাধারণ মানুষের মু‌খ বন্ধ করতে তৎপর রয়েছে বিজেপি। কংগ্রেস সংখ্যালঘু জনগোষ্ঠীর দল, ওই প্রচারকে তুঙ্গে নিয়ে কোণঠাসা করার পরিকল্পনা নিয়েছিল বিজেপি। কিন্তু গত কাল ও আজ রাহুলের ঝোড়ো ব্যাটিং-এ উল্টে প্রমাদ গুনছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Narendra Modi BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE