Advertisement
১৮ এপ্রিল ২০২৪

শিখ-হিংসায় শাস্তি চান রাহুল

বিজেপি বিরোধী লড়াইয়ে কোনও ফাঁক রাখতে চাইছেন না রাহুল গাঁধী।

রাহুল গাঁধী। —ফাইল চিত্র।

রাহুল গাঁধী। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
দুবাই শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ০১:৫৩
Share: Save:

বিজেপি বিরোধী লড়াইয়ে কোনও ফাঁক রাখতে চাইছেন না রাহুল গাঁধী।

লোকসভা ভোটের আগে শিখ বিরোধী দাঙ্গার ঘটনা তুলে লাগাতার কংগ্রেসকে নিশানা করছেন নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতৃত্ব। পাল্টা আসরে নামলেন রাহুল। দু’দিনের সংযুক্ত আরব আমিরশাহি সফরের আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘১৯৮৪-র ঘটনা নিয়ে আমার অবস্থান স্পষ্ট। অভিযুক্ত যেখান থেকেই আসুন না কেন, তিনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের কারও ক্ষতি করে থাকেন, তাঁর শাস্তি হওয়াই উচিত।’’ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘ভারতকে পিষে ফেলে কেউ যদি পার পেয়ে যাবেন বলে ভাবেন, আমরা তাঁদের শান্তি দেব। ১৯৮৪-র সব মামলায় যাতে ন্যায্য বিচার হয়, তার জন্য আমরা সক্রিয় হব। সুপ্রিম কোর্ট যদি স্বাধীন ভাবে কাজ করতে পারে, তা হলে দেশে যে আইনি ব্যবস্থা রয়েছে, তাতে এই ধরনের সমস্যা মেটাতে অসুবিধা হওয়ার কথা নয়।’’

এ দিন সংযুক্ত আরব আমিরশাহিতে জেবেল আলি শ্রমিক কলোনিতে প্রবাসী ভারতীয়দের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস সভাপতি। সেখানে মোদীর ‘মন কি বাত’ নিয়ে খোঁচা দেন তিনি। তবে প্রধানমন্ত্রীর নাম করেননি। ওই সভায় রাহুল বলেন, ‘‘আমার মনের কথা বলতে এখানে আসিনি। আপনাদের মনের কথা শুনতে এসেছি।’’

লোকসভা নির্বাচনে মোদীকে হারানোকেই যে রাহুল পাখির চোখ করেছেন তা-ও তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, ‘‘লড়াই শুরু হয়ে গিয়েছে... সেই লড়াইয়ে আমরা জয়ী হতে চলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Rahul Gandhi Anti-Sikh Riot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE