Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মোদীকেই দুষে রাফাল-ঘুঁটি সাজাচ্ছেন রাহুল

আজ দিল্লির গুরুদ্বার রকাবগঞ্জ রোডে দলের ‘ওয়ার রুম’-এ কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি, পরিষদীয় দলনেতাদের সঙ্গে প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক করেন রাহুল। সেখানে তিনি বলেন, মোদী ‘দেশের চৌকিদার’ সাজছেন। কিন্তু রাফাল-চুক্তিতে সরকারের প্রায় ৪১ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। বরাত পেয়েছে মোদীর বন্ধুর সংস্থা।

রাহুল গাঁধী।—ফাইল চিত্র।

রাহুল গাঁধী।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ০৪:৫৩
Share: Save:

রাফাল-মন্ত্রেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমস্ত বিরোধী দল এককাট্টা হবে বলে আত্মবিশ্বাসী রাহুল গাঁধী। তাই আগামী সপ্তাহ থেকেই গোটা কংগ্রেস দলকে এ নিয়ে দেশ জুড়ে মোদীর বিরুদ্ধে প্রচারে নামার নির্দেশ দিলেন রাহুল। যার মূল মন্ত্র হবে, রাফাল-দুর্নীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি জড়িত।

ঘনিষ্ঠ মহলে কংগ্রেস সভাপতির যুক্তি, কত দিন মোদী আঞ্চলিক দলের নেতানেত্রীদের ভয় দেখিয়ে আটকে রাখবেন!

রাফাল-চুক্তিতে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি তদন্তের দাবি তুললেও বাকি বিরোধীরা তাকে জোর গলায় সমর্থন করেনি। ঘনিষ্ঠ শিবিরে রাহুলের যুক্তি, বফর্স নিয়েও প্রথমে সকলে সরব হননি। পরে সেই বফর্সেই বিরোধীরা একজোট হন। অভিযোগে কোনও সত্যতা না থাকলেও শুধু ‘বফর্স’ শব্দের উপরে একটা লোকসভা নির্বাচন হয়েছিল। রাহুলের দাবি, রাফাল-চুক্তিতে কিন্তু দুর্নীতির অভিযোগে সত্যতা রয়েছে। তার প্রামাণ্য নথিও রয়েছে। এখন সবাই এর গুরুত্ব বুঝতে পারছেন না। কিন্তু কংগ্রেস দেশ জুড়ে হইচই ফেলে দিলে বাকিরাও যোগ দিতে বাধ্য হবে। তাই আগে কংগ্রেসকে সংসদ থেকে সড়কে নামতে হবে।

আজ দিল্লির গুরুদ্বার রকাবগঞ্জ রোডে দলের ‘ওয়ার রুম’-এ কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি, পরিষদীয় দলনেতাদের সঙ্গে প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক করেন রাহুল। সেখানে তিনি বলেন, মোদী ‘দেশের চৌকিদার’ সাজছেন। কিন্তু রাফাল-চুক্তিতে সরকারের প্রায় ৪১ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। বরাত পেয়েছে মোদীর বন্ধুর সংস্থা।

নেতাদের দেওয়া চার পৃষ্ঠার নোটে রাহুল স্পষ্ট করে দিয়েছেন, এর সঙ্গে জাতীয়তাবাদের প্রশ্নটিও জুড়তে হবে। কারণ যুদ্ধবিমান রাফালের সঙ্গে দেশের নিরাপত্তার প্রশ্নটি জড়িত। ঠিক হয়েছে, ২০ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ব্লক, জেলা ও রাজ্য স্তরে রাফাল-দুর্নীতি নিয়ে প্রচার চলবে। নিরপেক্ষ তদন্ত, জেপিসির দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপিও দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই বৈঠকে ছিলেন না। অধীরের দাবি, তাঁর কিছু মামলা সংক্রান্ত কাজের জন্য তিনি রাহুলের এই বৈঠকে যেতে পারেননি। বৈঠকে পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান রাহুলকে বলেন, রাজ্য কংগ্রেসের নেতাদের এখন কে তৃণমূল, কে বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন, বলা মুশকিল। কিন্তু রাফাল নিয়ে কংগ্রেস কর্মীরা রাস্তায় নামবেন। যেমন নোট বাতিলের সময়েও তাঁরা রাস্তায় নেমেছিলেন।

অধীর জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর সাকিল আহমেদকে নিয়ে তিনি রাফাল প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করবেন।

মহারাষ্ট্রের প্রদেশ সভাপতি অশোক চহ্বাণ জানান, রাফাল নিয়ে অভিযোগ তোলার জন্য তাঁদের আইনি নোটিস পাঠানো হয়েছে। মামলাও করা হয়েছে। শুনে রাহুল বলেন, এই ধরনের পদক্ষেপকে স্বাগত জানানো উচিত। মামলা হলে নেতারা আদালতে যাবেন। তাতে আখেরে কংগ্রেসেরই লাভ হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Rafale Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE