Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মোদী ‘দুর্বল’, তির রাহুলের

‘ভারত শাসিত কাশ্মীর’ শব্দটি ব্যবহার নিয়ে ব্যাখ্যা অবশ্য আগেই দিয়েছে বিদেশ মন্ত্রক। কিন্তু সেই ব্যাখ্যা যে তাঁরা মানতে রাজি নন তা আজ বুঝিয়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ০৩:২৬
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে থাকার সময়েই তাঁকে ‘দুর্বল প্রধানমন্ত্রী’ বলে আক্রমণ করলেন রাহুল গাঁধী। প্রধানমন্ত্রীর ঘন ঘন বিদেশ সফরে দেশের স্বার্থরক্ষার কাজ বিশেষ হয়নি বলেই দাবি রাহুল ও কংগ্রেস নেতৃত্বের।

মোদীর ইজরায়েল সফর নিয়ে রীতিমতো দামামা বাজাচ্ছ‌ে সরকার। আজ রাহুল টুইটারে কয়েকটি খবরের ‘লিঙ্ক’ পোস্ট করেন। তার পরে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এইচওয়ান বি ভিসা নিয়ে সমস্যার কথা তোলেননি মোদী। মার্কিন বিদেশ দফতর কাশ্মীরকে ‘ভারত শাসিত কাশ্মীর’ বলে উল্লেখ করলেও মোদী সরকার তা মেনে নিয়েছে। বোঝাই যাচ্ছে মোদী প্রধানমন্ত্রী হিসেবে দুর্বল।

‘ভারত শাসিত কাশ্মীর’ শব্দটি ব্যবহার নিয়ে ব্যাখ্যা অবশ্য আগেই দিয়েছে বিদেশ মন্ত্রক। কিন্তু সেই ব্যাখ্যা যে তাঁরা মানতে রাজি নন তা আজ বুঝিয়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

রাহুলের টুইটের পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন আনন্দ শর্মা ও অজয় মাকেনের মতো কংগ্রেস নেতারা। তাঁদের দাবি, বিদেশ সফরের সময়ে ছবি তোলা ছাড়া বিশেষ কিছু করতে পারেননি মোদী। দু’দেশের নানা সংস্থার বাণিজ্যিক লেনদেন হয়তো কিছুটা এগিয়েছে।
কিন্তু ভারতের স্বার্থরক্ষা করতে পারেননি প্রধানমন্ত্রী।

ঘরোয়া আলোচনায় কংগ্রেস নেতারা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী বিদেশে থাকার সময়ে তাঁকে আক্রমণ না করাটাই রীতি। কিন্তু মোদী ক্রমাগত বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাজনীতির খেলা খেলেছেন। পরোক্ষে কংগ্রেসকেও নিশানা করেছেন। ফলে কংগ্রেসও এখন রীতি ভেঙে তাঁকে নিশানা করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE