Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

অর্থ মন্ত্রক বন্ধ রাখা হচ্ছে, কটাক্ষ-টুইট রাহুলের

শারীরিক অসুস্থতার কারণে প্রায় মাসখানেক অর্থ মন্ত্রকে যাননি অরুণ জেটলি। ধ্যান-যোগ করার জন্য ১৬ দিনের ছুটিতে গিয়েছেন অর্থসচিব হাসমুখ আঢিয়াও। কর্নাটক নির্বাচনের আবহে কার্যত অভিভাবকহীন অর্থমন্ত্রকের পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গাঁধী।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০১৮ ০৪:২৩
Share: Save:

শারীরিক অসুস্থতার কারণে প্রায় মাসখানেক অর্থ মন্ত্রকে যাননি অরুণ জেটলি। ধ্যান-যোগ করার জন্য ১৬ দিনের ছুটিতে গিয়েছেন অর্থসচিব হাসমুখ আঢিয়াও। কর্নাটক নির্বাচনের আবহে কার্যত অভিভাবকহীন অর্থমন্ত্রকের পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গাঁধী।

প্রধানমন্ত্রী যেন জেটলিকে চিঠি লিখছেন, সেই ছাঁদে রাহুলের টুইট, ‘‘প্রিয় অর্থমন্ত্রী, আপনি শারীরিক ভাবে অসুস্থ। আর অর্থসচিব ছুটি নিয়ে গুরুর শরণাপন্ন হয়েছেন মানসিক শান্তির খোঁজে। তাই আমি অর্থ মন্ত্রক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আগের মতোই প্রধানমন্ত্রীর দফতর অর্থ মন্ত্রকের সমস্ত সিদ্ধান্ত নেবে।’’

শুরু থেকেই বিরোধীদের অভিযোগ ছিল, জেটলি অর্থমন্ত্রী হলেও, বকলমে তাঁর মন্ত্রক চালান প্রধানমন্ত্রীই। সে কারণে গত চার বছরে মোদী-ঘনিষ্ঠ আমলাদেরই অর্থমন্ত্রকে নিয়োগ করা হয়েছে। বিরোধীদের এ-ও অভিযোগ, বাজেটও তৈরি হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জেটলি শুধু মাত্র তা সংসদে পেশ করেন। আজ রাহুলের টুইটেও সেই অভিযোগের প্রতিফলন রয়েছে।

দু’জন প্রতিমন্ত্রী থাকলেও, অর্থসচিব আঢিয়াই মন্ত্রকের মূল কান্ডারি বলে পরিচিত। গুজরাত ক্যাডারের ওই আমলার সঙ্গে বরাবরই সুসম্পর্ক মোদীর।

আরও পড়ুন: বৃহত্তম দল হলে প্রধানমন্ত্রী হব, গণিত রাহুলের

বিরোধীদের কথায়, মোদী সরকারের নীতি রূপায়ণ করার জন্যই আঢিয়ার নিয়োগ হয়েছিল অর্থ মন্ত্রকে। কিন্তু গত ৫ মে থেকে মাইসুরুর এক যোগগুরুর আশ্রমে জপতপ-ধ্যান করতে গিয়েছেন তিনি। ফিরবেন মে মাসের ২০ তারিখের পর।

শারীরিক কারণেই গত এক মাস ধরে ঘরবন্দি জেটলি। তাঁর কিডনি প্রতিস্থাপন হওয়ার কথা। তা হলে কেন প্রায় দু’সপ্তাহের বেশি ছুটি নিলেন অর্থসচিব? আমলা শিবিরের একাংশে গুঞ্জন, ক্যাবিনেট সচিবের দৌড়ে ছিলেন আঢিয়া।

কিন্তু বর্তমান ক্যাবিনেট সচিব পি কে সিন্‌হার মেয়াদ গত কাল আরও এক বছর বাড়ানো হয়। ওই সিদ্ধান্ত যে কেন্দ্র নিতে চলেছে, তা আগে ভাগেই আঁচ করেই কি ছুটিতে গিয়েছেন আঢিয়া?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE