Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মধ্যপ্রদেশে গরিবদরদি কংগ্রেস সভাপতি

কৃষক এবং সমাজের অন্য গরিব মানুষকে উপেক্ষা করে কিছু হাতে গোনা ধনীর স্বার্থে বিজেপি কাজ করছে বলে আরও এক বার অভিযোগ করলেন রাহুল গাঁধী।

মোরেনা
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ০২:৩৮
Share: Save:

কৃষক এবং সমাজের অন্য গরিব মানুষকে উপেক্ষা করে কিছু হাতে গোনা ধনীর স্বার্থে বিজেপি কাজ করছে বলে আরও এক বার অভিযোগ করলেন রাহুল গাঁধী।

শনিবারই দিন ঘোষণা হয়েছে মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের। ভোটপ্রচার অবশ্য শুরু হয়ে গিয়েছে আগেই। এ দিন মোরেনায় আদিবাসী সংগঠনের অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি জানান, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে ক্ষমতায় এলে কংগ্রেস আদিবাসী অধিকার বিলটি বাস্তবায়িত করবে। তাঁর কথায়, ‘‘আদিবাসী বিল কোনও উপহার নয়। এটা আদিবাসীদের অধিকার। নিজেদের জমি, জল, জঙ্গলের উপরে আদিবাসীদের অবশ্যই অধিকার থাকা উচিত।’’ বিজেপির উদ্দেশে রাহুল বলেন, ‘‘ধনীদের সাহায্য করতে চাইলে করুন। কিন্তু তার সঙ্গে কৃষক এবং গরিবদেরও সাহায্য করুন।’’

রাফাল, জমি অধিগ্রহণ বিল, কালো টাকা, নোটবন্দি, বিজয় মাল্য, নীরব মোদী-সহ বিভিন্ন বিষয়ে আজ কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন রাহুল। সরকার পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্বল করছে বলেও অভিযোগ তাঁর। রাহুল জানান, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা পড়েনি। কালো টাকার মামলায় এক জনও জেলে যাননি। এর পরেই রাহুল বলেন, ‘‘যে সিদ্ধান্ত গরিবের স্বার্থে আঘাত করে, আমি সেই সিদ্ধান্ত নিই না। কিন্তু বিজেপি ধনীদের কথা ভেবেই সিদ্ধান্ত নেয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE