Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রেলে ফিরছে মাটির ভাঁড়

সেই মর্মে উত্তর ও উত্তর-পূর্বে রেলে নির্দেশিকাও জারি করা হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ০৪:০৬
Share: Save:

কাগজ ও প্লাস্টিকের কাপের প্রবল আধিপত্যের মধ্যেই রেলে এ বার ফিরছে মাটির ভাঁড়। রেলমন্ত্রী পীযূষ গয়াল সম্প্রতি নির্দেশ দিয়েছেন, রায়বরেলী ও বারাণসী স্টেশনে পোড়ামাটির ভাঁড়, গ্লাস ও থালা ব্যবহার করতে হবে। সেই মর্মে উত্তর ও উত্তর-পূর্বে রেলে নির্দেশিকাও জারি করা হয়েছে।

রেলের এক আধিকারিক জানিয়েছেন, শুধু মাত্র যাত্রীদের অন্য রকম অভিজ্ঞতা দেওয়ার জন্যেই নয়, স্থানীয় মৃৎশিল্পীদের হাল ফেরাতেও সাহায্য করবে এই পদক্ষেপ। পাশাপাশি মাটির তৈরি জিনিস পরিবেশবান্ধব।

খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের চেয়ারম্যান মাটির জিনিস ব্যবহারের প্রস্তাব দিয়ে রেলমন্ত্রীকে চিঠি লিখেছিলেন গত বছর ডিসেম্বরে। তারই প্রেক্ষিতে রেলমন্ত্রীর এই সিদ্ধান্ত। উৎপাদন বাড়ানোর জন্য সরকারের তরফে বৈদ্যুতিক চাকাও দেওয়া হয়েছে মৃৎশিল্পীদের। ১৫ বছর আগে তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ রেলে মাটির ভাঁড়ের ব্যবহার চালু করেছিলেন। যদিও পরে ব্রাত্য হয়ে পড়ে মাটির ভাঁড়। তবে এ বার সম্ভবত, লম্বা ইনিংসই খেলতে চলেছে মাটির ভাঁড়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Clay Pot Indian Railway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE