Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National news

যাত্রী কমছে ফ্লেক্সি ফেয়ারে, ছাড়ের ভাবনা রেলের

এখনও পর্যন্ত ভাবনাচিন্তার পর্যায়েই রয়েছে এটা। রেল সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসে এই ফ্লেক্সি-ফেয়ার বন্ধ রাখতে পারে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ১৭:৫৫
Share: Save:

লোকসভা ভোটের আগে প্রিমিয়াম ট্রেনের যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে চলেছে কেন্দ্র। এক মাসের জন্য ফ্লেক্সি-ফেয়ার স্থগিত রাখতে চলেছে রেল। এখনও পর্যন্ত ভাবনাচিন্তার পর্যায়েই রয়েছে এটা। রেল সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসে এই ফ্লেক্সি-ফেয়ার বন্ধ রাখতে পারে।

বছর দুয়েক আগে রাজধানী, শতাব্দী, দুরন্তের মতো প্রিমিয়াম ট্রেনের টিকিটে ফ্লেক্সি-ফেয়ার পদ্ধতি চালু করে রেল। কিন্তু বাড়তি ভাড়ার ফলে প্রিমিয়াম ট্রেনে অনেক আসনই খালি থাকছিল। অনেক যাত্রীই সস্তার বিমান পরিষেবাকে বেছে নিচ্ছেন। শুধু এসি ক্লাসের প্রথম বা দ্বিতীয় শ্রেণি নয়, রেলের সবচেয়ে লাভজনক বাতানুকূল তৃতীয় শ্রেণির যাত্রীরাও বাড়তি ভাড়ার কারণে বিমানকেই বেছে নিচ্ছেন। রেলের সমীক্ষায় দেখা গিয়েছে, এতে আয় বাড়লেও যাত্রী সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে প্রিমিয়াম ট্রেনগুলোর।

এ নিয়ে রেলের অন্দরে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছিল। এ বার যাত্রীদের খুশি করার জন্য অন্তত এক মাস (সেপ্টেম্বর মাস) ফ্লেক্সি-ফেয়ার তুলে দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রেল। সেপ্টেম্বরের পর ফ্লেক্সি ফেয়ারে ১০ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনাও করছে রেল। তবে এখনও সবটাই আলোচনার পর্যায়ে রয়েছে। নতুন ফ্লেক্সি-ফেয়ার কী হতে চলেছে তা আগামী সপ্তাহে জানানো হবে বলে রেল সূত্রে খবর।

আরও পড়ুন: সেলসম্যানকে বিষ! নিউ আলিপুরে আটক গৃহবধূ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE