Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Natuonal

‘ভারতীয়দের ওপর হেট ক্রাইম নিয়ে উদ্বেগে কেন্দ্র’

আমেরিকায় থাকা ভারতীয়রা যে ভাবে বিদ্বেষের বলি হচ্ছেন তাতে যথেষ্টই উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। গোটা বিষয়টির ওপর কড়া নজর রাখা হচ্ছে। এ ব্যাপারে আগামী সপ্তাহেই সরকারের তরফে একটি বিবৃতি দেওয়া হবে সংসদে। লোকসভায় বিরোধী সদস্যদের তুমুল হইচইয়ের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বৃহস্পতিবার সংসদে এ কথা জানিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। লোকসভায়, বৃহস্পতিবার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। লোকসভায়, বৃহস্পতিবার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ১৬:৩৩
Share: Save:

আমেরিকায় থাকা ভারতীয়রা যে ভাবে বিদ্বেষের বলি হচ্ছেন তাতে যথেষ্টই উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। গোটা বিষয়টির ওপর কড়া নজর রাখা হচ্ছে। এ ব্যাপারে আগামী সপ্তাহেই সরকারের তরফে একটি বিবৃতি দেওয়া হবে সংসদে।

লোকসভায় বিরোধী সদস্যদের তুমুল হইচইয়ের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বৃহস্পতিবার সংসদে এ কথা জানিয়েছেন। গত কয়েক সপ্তাহে আমেরিকায় থাকা ভারতীয়দের অন্তত দু’জন ওই বিদ্বেষের বলি হয়েছেন। প্রশ্নোত্তর পর্বে এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। কড়া নজর রাখছি। এ ব্যাপারে সরকারের তরফে সংসদে বিবৃতি দেওয়া হবে আগামী সপ্তাহেই।’’ পরে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমারও বলেন, ‘‘আমেরিকায় যে ভাবে একের পর এক ঘটনায় ভারতীয়রা বিদ্বেষের শিকার হচ্ছেন, তাতে আমরা যথেষ্টই উদ্বিগ্ন।’’

আরও পড়ুন- হিন্দু ভক্তিগীতি গেয়ে ফেসবুকে আক্রমণের মুখে মুসলিম তরুণী

এআইএডিএমকে সদস্যরা এ দিন ভারতীয় ধীবরের ওপর শ্রীলঙ্কা নৌবাহিনীর ঘটনাটি নিয়ে সরকারি বিবৃতির দাবিতে স্পিকারের ওয়েলের কাছে চলে যান। স্পিকার সুমিত্রা মহাজন তাঁদের আশ্বাস দেন ইস্যুটি তাঁরা ‘জিরো আওয়ার’-এ তুলতে পারবেন। এর পর নিরস্ত হন এআইএডিএমকে সদস্যরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE