Advertisement
১৭ এপ্রিল ২০২৪

রাম জন্মভূমি মামলা সাংবিধানিক বেঞ্চে

রাম জন্মভূমি মামলায় প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিপরীত পথে হাঁটলেন বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আজ প্রধান বিচারপতি জানিয়েছেন, পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে রাম জন্মভূমি মামলার শুনানি হবে। 

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ০৪:৪১
Share: Save:

রাম জন্মভূমি মামলায় প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিপরীত পথে হাঁটলেন বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আজ প্রধান বিচারপতি জানিয়েছেন, পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে রাম জন্মভূমি মামলার শুনানি হবে।
রাম জন্মভূমি মামলায় ইলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল হওয়ার সময়েই সাংবিধানিক বেঞ্চ গঠনের আর্জি জানানো হয়। পরে মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ কি না, সেই প্রশ্নের মীমাংসার জন্য সাংবিধানিক বেঞ্চ গঠনের আর্জি পেশ হয়। কিন্তু আর্জিগুলি খারিজ করে প্রাক্তন প্রধান বিচারপতি জানিয়েছিলেন, জমি সংক্রান্ত বিবাদ হিসেবেই এই মামলার বিচার করবে সুপ্রিম কোর্ট। আজ এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বর্তমান প্রধান বিচারপতি জানিয়ে দিলেন, ১০ জানুয়ারি পাঁচ সদস্যের এক সাংবিধানিক বেঞ্চে এই
মামলার শুনানি হবে।
প্রধান বিচারপতি ছাড়া সাংবিধানিক বেঞ্চের অন্য সদস্যেরা হলেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এন ভি রামানা, বিচারপতি উদয় উমেশ ললিত ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ২০১৮ সালের জানুয়ারি মাসে তৎকালীন প্রধান বিচারপতি মিশ্রের বিরুদ্ধে মুখ খুলেছিলেন চার প্রবীণ বিচারপতি। তাঁদের মধ্যে ছিলেন বর্তমান প্রধান বিচারপতিও। তাঁরা দাবি করেছিলেন, যে সব সাংবিধানিক বেঞ্চ গঠন করা হচ্ছে তাতে প্রবীণ বিচারপতিদের স্থান হচ্ছে না। তার পরে প্রস্তাব ওঠে, যে সব বিচারপতিরা প্রধান বিচারপতি হওয়ার তালিকায় রয়েছেন তাঁদের সাংবিধানিক বেঞ্চের সদস্য করা হোক। আজ যে সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়েছে তার সব সদস্যই প্রধান বিচারপতি হওয়ার তালিকায় রয়েছেন। আইনজীবীদের মতে, সাংবিধানিক বেঞ্চে রাম জন্মভূমি মামলার নিষ্পত্তি কবে হয় সেটাই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Court Supreme Court Ayodhya Ram Temple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE