Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বেদি ভেঙে রামমন্দির, অভিযোগ করে আক্রান্ত

ঝুম চাষের অধিকারের দাবিতে প্রতিরোধ গড়তে গিয়ে পাঁচ দশক আগে গুলিতে নিহত হন মোহিনী ত্রিপুরা। জনজাতি প্রধান মতাই গ্রামে তাঁর স্মারক বেদি ভেঙে ফেলে সেখানেই সম্প্রতি রামমন্দিরের ভিত তৈরি করে ফলক লাগিয়েছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ০৬:৫১
Share: Save:

জনজাতি শহিদের বেদি ভেঙে রামমন্দিরের ভিত প্রতিষ্ঠা নিয়ে বিতর্ক বেধেছিল ত্রিপুরায়। সেই অভিযোগের বিচার চাইতে গিয়ে এ বার মহকুমা শাসকের দফতর চত্বরেই আক্রান্ত হলেন সিপিএম নেতা। অভিযোগের তির বিজেপির দিকেই। শাসক দল যদিও সিপিএমের অন্তর্দ্বন্দ্বের দিকে পাল্টা আঙুল তুলে অভিযোগ অস্বীকার করেছে।

ঝুম চাষের অধিকারের দাবিতে প্রতিরোধ গড়তে গিয়ে পাঁচ দশক আগে গুলিতে নিহত হন মোহিনী ত্রিপুরা। জনজাতি প্রধান মতাই গ্রামে তাঁর স্মারক বেদি ভেঙে ফেলে সেখানেই সম্প্রতি রামমন্দিরের ভিত তৈরি করে ফলক লাগিয়েছে বিজেপি। স্থানীয় থানা এবং দক্ষিণ জেলার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন সিপিএমের বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত। জেলাশাসকের নির্দেশে তদন্তের ভার দেওয়া হয় মহকুমা শাসককে। তাঁরই দফতরে মঙ্গলবার তাপসবাবুকে ডেকে পাঠানো হয়। তাপসবাবু ও তাঁর সঙ্গী নন্দন দেবের অভিযোগ, মহকুমা শাসকের দফতর থেকে তাঁদের মারতে মারতে বাইরে নিয়ে আসা হয়। বিজেপিই হামলা চালিয়েছে বলে সিপিএমের অভিযোগ।

বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্যের পাল্টা দাবি, ‘‘এর সঙ্গে বিজেপির যোগ নেই। তাপস দত্তের বিরুদ্ধে দলেরই লোকজন প্রতিশোধ নিতে চেষ্টা করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rammandir BJP CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE