Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

‘মোদীজি যেমন পোশাক বদলান, রিজার্ভ ব্যাঙ্ক তেমনই নিয়ম বদলায়’

বাতিল নোট ব্যাঙ্কে জমা দেওয়ার উপর সোমবার যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। প্রধানমন্ত্রী যেমন ঘন ঘন পোশাক বদলান, তেমনই রিজার্ভ ব্যাঙ্কও ঘন ঘন নিয়ম বদলায়। মঙ্গলবার রাহুল টুইটারে এমনই মন্তব্য করেছেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ১৯:০২
Share: Save:

বাতিল নোট ব্যাঙ্কে জমা দেওয়ার উপর সোমবার যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। প্রধানমন্ত্রী যেমন ঘন ঘন পোশাক বদলান, তেমনই রিজার্ভ ব্যাঙ্কও ঘন ঘন নিয়ম বদলায়। মঙ্গলবার রাহুল টুইটারে এমনই মন্তব্য করেছেন।

বাতিল হয়ে যাওয়া ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিয়ে বদলে নেওয়ার জন্য আর মাত্র ১০ দিন সময় রয়েছে। এর মধ্যেই গতকাল অর্থ মন্ত্রক টাকা জমা দেওয়ার উপর নতুন বিধিনিষেধ চাপিয়েছে। মন্ত্রকের বিজ্ঞপ্তি হাতে পাওয়ার পর রিজার্ভ ব্যাঙ্ক গতকালই বিভিন্ন ব্যাঙ্কে নতুন নির্দেশিকা পাঠিয়ে দেয়। সেই নির্দেশিকায় জানানো হয়, ৩০ ডিসেম্বর পর্যন্ত পুরনো নোট ব্যাঙ্কে জমা দেওয়ার সময় থাকলেও, অপরিমিত টাকা আর জমা দেওয়া যাবে না। ৫০০০ টাকার বেশি অঙ্কের বাতিল নোট যদি ব্যাঙ্কে জমা দিতে হয়, তা হলে এক বারেই তা জমা দিয়ে দিতে হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে এক বার ৫০০০ টাকা বা তার বেশি জমা দিলে আর টাকা জমা দেওয়ার সুযোগ থাকছে না। কেউ যদি ৫০০০ টাকার কমও জমা দেন, তা হলেও যত বার ইচ্ছা, তত বার জমা দিতে পারবেন না। তাঁদের ক্ষেত্রে, ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়া বাতিল নোটের অঙ্ক ৫০০০ টাকায় পৌঁছে গেলেই টাকা জমা নেওয়া বন্ধ করে দেওয়া হবে। এতেই শেষ নয়। রিজার্ভ ব্যাঙ্ক গতকাল আরও জানায়, যাঁরা ৫০০০ টাকা বা তার বেশি অঙ্কের বাতিল নোট এই সময়ে জমা দিতে যাবেন, অন্তত দু’জন ব্যাঙ্ক কর্মীর সামনে সুনির্দিষ্ট প্রমাণ সহ তাঁদের জানাতে হবে, কেন এত দিন তাঁরা টাকা জমা দিতে পারেননি।

রিজার্ভ ব্যাঙ্ক তথা কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকার তীব্র প্রতিক্রিয়া হয়েছে। বাতিল নোট বদলে নেওয়ার জন্য সাধারণ মানুষকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েও কেন এখন সেই সুযোগও কেড়ে নেওয়া হচ্ছে, বিভিন্ন মহল সে প্রশ্ন তুলতে শুরু করেছে।

আরও পড়ুন: মোদীর রবিনহুড পোশাকে কালি ছেটাতে তৈরি রাহুল

কংগ্রেস সহ সভাপতি বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন। পোশাক-আশাকের বিষয়ে প্রধানমন্ত্রীর যে শৌখিনতা, তাকে খোঁচা দিয়ে রাহুল গাঁধীর টুইট, ‘‘মোদীজি যে ভাবে পোশাক বদলান, রিজার্ভ ব্যাঙ্ক সে ভাবেই নিয়ম বদলায়।’’ নোট বাতিলের পর থেকে এ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক যে ভাবে বার বার টাকা জমা দেওয়া এবং তোলার নিয়ম বদলেছে, তাকে কটাক্ষ করেই প্রধানমন্ত্রীর উদ্দেশে এই শ্লেষ ছুড়ে দেন রাহুল।

নরেন্দ্র মোদীর পোশাক-আশাক নিয়ে কংগ্রেস সহ সভাপতির ব্যঙ্গ অবশ্য নতুন নয়। ২০১৫ সালের প্রজাতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ভারতে এসেছিলেন, তখন ভারতের প্রধানমন্ত্রীকে যে বহুমূল্য স্যুটটি পরতে দেখা গিয়েছিল, তাতে নরেন্দ্র মোদীর নিজের নামই নকশার আকারে অসংখ্য বার সেলাই করা ছিল। প্রধানমন্ত্রীর সেই বিলাসিতা যথেষ্ট সমালোচনার জন্ম দেয়। রাহুল গাঁধী তখনও মোদী সরকারকে কটাক্ষ করে বলেছিলেন, ‘স্যুট-বুট কি সরকার’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Narendra Modi Demonetisation RBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE