Advertisement
১৭ এপ্রিল ২০২৪
note

বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

বাজারে আসছে নতুন ১০০ টাকা। কেমন দেখতে হচ্ছে তা?

নতুন ১০০ টাকার নোটের চেহারা।

নতুন ১০০ টাকার নোটের চেহারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ১৭:৪৮
Share: Save:

বাজারে আসছে ল্যাভেন্ডার রঙের ১০০ টাকার নতুন নোট।এই নোটের পিছনে রয়েছে ‘ইউনেস্কো’ স্বীকৃত ঐতিহ্যশালী স্থাপত্য গুজরাটের ‘রানি কি ভাব’। লেখা থাকবে ছাপার সালও। তবে নতুন নোট এলেও, পুরনো নোট বাতিল হচ্ছে না। দু’রকমের নোটই বাজারে চলবে সম মর্যাদায়। তবে ধীরে ধীরে পুরনো নোট ছাপানো কমিয়ে দেওয়া হবে বলেই রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে।

নতুন এই নোটে মোহনদাস কর্মচন্দ গাঁধীর ছবি, অশোক চক্র সবই থাকছে। নিয়ম মেনে রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়ার গভর্নরের সইও থাকবে এই নোটে। এর মাপ হবে দৈর্ঘ্যে ১৪২ মিলিমিটার ও প্রস্থে ৬৬ মিলিমিটার। নোটের বাঁ দিকে থাকবে ‘স্বচ্ছ ভারত’-এর লোগো ও স্লোগান। ধীরে ধীরে নতুন ১০০ টাকার নোট ছাপানো আরও বাড়ানো হবে বলে জানিয়েছে আরবিআই।

নোটের উপরে ক্ষুদ্র অক্ষরে ইংরেজি হরফে ‘আরবিআই’, ‘ইন্ডিয়া’, ‘১০০’ ও হিন্দি হরফে ‘ভারত’ লেখা থাকবে। এই ক্ষুদ্র অক্ষরের রং সবুজ থেকে নীল দেখাবে।১০০ টাকার নতুন নোটের ডান দিকে থাকবে অশোক স্তম্ভ ৷

আরও পড়ুন: ১৩ বছরের কিশোরের হাত ধরে নতুন অ্যাপ পরিষেবা

সত্য লুকোতে চাইছে সরকার, সংশোধনী নিয়ে সরব রাহুল​

ইতিমধ্যেই ১০, ৫০, ৫০০ টাকার নতুন নোট এনেছে আরবিআই। ১০০০ টাকা বাতিল হয়ে বাজারে এসেছে ২০০০ টাকার নোটও।

৮ নভেম্বর ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচমকাই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করলে নোট বদলের হুড়োহুড়ি পড়ে। সরকারের তরফ থেকে দাবি করা হয় দেশের কালো টাকা উদ্ধারই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তবে এ নিয়ে বিতর্ক এখনও টাটকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE