Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Paresh Barua

পরেশ বরুয়ার মৃত্যু নিয়ে গোয়েন্দাদের দাবি ওড়াল আলফা

আশঙ্কাজনক অবস্থায় তিনি বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। গোয়েন্দাদের দাবি, ৪৮ ঘন্টা আগেই তাঁর মৃত্যু হয়েছে।

পরেশ বরুয়া। ফাইল চিত্র।

পরেশ বরুয়া। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
গুয়াহাটি শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৮ ১২:২৩
Share: Save:

আলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম) কম্যান্ডার ইন চিফ পরেশ বরুয়া পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। এমনটাই দাবি করেছিলেন ভারতীয় গোয়েন্দাদের একাংশ। যদিও বিবৃতি দিয়ে সেই দাবি ওড়াল আলফা (স্বাধীন)। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা লক্ষ্য করছি, দলের ভাইস চেয়ারম্যান ও চিফ অফ স্টাফ মেজর জেনারেল পরেশ বরুয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমের একাংশে। খবরটি ভুয়ো। আমাদের নেতা সুস্থ ও নিরাপদ আছেন।’’

সূত্রের খবর ছিল, মায়ানমার চিন সীমান্তে ১০-১২ দিন আগেই একটি দুর্ঘটনা ঘটে। তাতে গুরুতর জখম হয়েছিলেন পরেশ। আশঙ্কাজনক অবস্থায় তিনি বেশ কিছু দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন বলে খবর। গোয়েন্দাদের একাংশ দাবি করেছিলেন, ৪৮ ঘণ্টা আগেই তাঁর মৃত্যু হয়েছে।

আলফার অন্য একটি সূত্রে জানা গিয়েছিল, সম্প্রতি পরেশ বরুয়া বাইক দুর্ঘটনার কবলে পড়েন। ওই দুর্ঘটনায় তাঁর কোমর ও পায়ে চোট লাগে। তিনি জখমও হন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মায়ানমার-চিন সীমান্তে রুইলি এলাকায় থাকেন পরেশ বরুয়া। সম্প্রতি ওই নেতার ক্যাম্প থেকে আসা এক আত্মসমর্পণকারী আলফা ক্যাডারের কাছ থেকেও জানা যায়, ডায়াবিটিসের জন্য পরেশের শারীরিক অবস্থা বেশ খারাপ। ডায়াবিটিস থাকায় আহত পরেশের শারীরিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছিল বলেও জানা গিয়েছে আলফা সূত্রে।

বিবৃতি দিয়ে পরেশের মৃত্যুর খবর ওড়াল আলফা।

আরও পড়ুন: শবরীমালা উত্তপ্তই, নিগৃহীতা প্রৌঢ়া

আরও পড়ুন: ফৈজাবাদ এখন অযোধ্যা, নীরব মন্দিরে

এর আগেও বেশ কয়েক বার পরেশ বরুয়ার মৃত্যু ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। তবে, শেষ পর্যন্ত সেই সব খবর ভুল প্রমাণিত হয়। প্রতি বারই আলফার তরফে দাবি করা হয়, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুল খবর রটানো হয়েছিল। চিন-মায়ানমার সীমান্তে গাড়ি দুর্ঘটনায় পরেশ বরুয়ার মৃত্যুর খবরটি এ বারও ভুয়ো বলে জানিয়েছে আলফার একটি সূত্র। আলফা নেতা অনুপ চেটিয়া জানিয়েছেন, ‘‘ পরেশ বরুয়া মারা গিয়েছেন, আমি বিশ্বাস করতে পারছি না। একমাস আগেই আমার সঙ্গে কথা হয়েছিল। দুর্ঘটনায় আহত হয়ে পায়ে আঘাত লেগেছিল এবং তিনি এখন সুস্থ আছেন বলে জানিয়েছিলেন আমাকে।’’

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam Paresh Barua ULFA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE