Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সবচেয়ে মারাত্মক ঘাতক পথ দুর্ঘটনাই, ভারতে সংখ্যা সর্বাধিক বলছে ‘হু’-র সমীক্ষা

২০১৩ সালে সংখ্যাটা ছিল সাড়ে ১২ লক্ষ। ২০১৬ তে তা বেড়ে দাঁড়াল সাড়ে ১৩ লক্ষ। এ যেন মৃত্যুর মিছিল! কোনও রোগ, অসুখ-বিসুখ বা মহামারী নয়, এই মৃত্যু মিছিলের কারণ হল বিশ্বজুড়ে ঘটে চলা পথ দুর্ঘটনা।

ভয়ঙ্কর পরিসংখ্য়ান| ছবি - 'হু'র টুইটার অ্য়াকাউন্ট থেকে সংগৃহীত

ভয়ঙ্কর পরিসংখ্য়ান| ছবি - 'হু'র টুইটার অ্য়াকাউন্ট থেকে সংগৃহীত

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ১৫:৪২
Share: Save:

২০১৩ সালে সংখ্যাটা ছিল সাড়ে ১২ লক্ষ। ২০১৬ তে তা বেড়ে দাঁড়াল সাড়ে ১৩ লক্ষ। এ যেন মৃত্যুর মিছিল! কোনও রোগ, অসুখ-বিসুখ বা মহামারী নয়, এই মৃত্যু মিছিলের কারণ হল বিশ্বজুড়ে ঘটে চলা পথ দুর্ঘটনা।

পথ-সুরক্ষার উপর সদ্য প্রকাশিত হয়েছে ‘হু’-এর 'গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট ২০১৮'। সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পথ দুর্ঘটনায় ২০১৬ সালে সারা পৃথিবীতে প্রাণ হারিয়েছেন সাড়ে ১৩ লক্ষ মানুষ। যাদের মধ্যে বেশিরভাগই ৫ থেকে ২৯ বছরের মধ্যে কিশোর ও তরুণ। গোটা বিশ্বের নিরিখে দুর্ঘটনায় মৃত্যুতে শীর্ষে রয়েছে আফ্রিকা মহাদেশ। তবে দেশ হিসেবে ভারত পথ দুর্ঘটনায় অন্যান্য সব দেশের থেকে এগিয়ে।

অর্থাৎ ক্যানসার বা অপুষ্টি-অনাহার নয়,এই পথ দুর্ঘটনাই হল এই প্রজন্মের 'বৃহত্তম ঘাতক'। এই রিপোর্টে আরও জানা যাচ্ছে যে, ২০১৩ থেকে ২০১৬ অবধি কোনও নিম্ন আয়ের দেশই পথ দুর্ঘটনা কমাতে পারেনি।

আরও পড়ুন: ভারতীয় নৌসেনার এই যুদ্ধজাহাজ কেন ডুবিয়ে দেওয়া হবে জানেন?

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

২০৩০ সালের মধ্যে পথ দুর্ঘটনার ফলে মৃত্যুর সংখ্যা এবং আহতদের সংখ্যা হ্রাস করার একটি স্থির লক্ষ্যমাত্রা নিয়েছে ‘হু’। এই প্রকল্পের মাধ্যমে দেশগুলিতে পথ দুর্ঘটনা কমানোর জন্য প্রশাসনকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে ‘হু’। ‘পথ সুরক্ষা দশক’ পালনের সঙ্গে সঙ্গে কাজের অগ্রগতিও যাচাই করা হবে নিয়মিত।

আরও পড়ুন: গুগল ম্যাপ দেখে ড্রাইভিং, ৩০ ফুট খাদের জলে পড়ল গাড়ি

পথ দুর্ঘটনার ফলে বেশিরভাগ দেশ তাদের মোট অভ্যন্তরীণ আয়ের ৩% ব্যয় করে বলে জানানো হয়েছে এই রিপোর্টে। পথ দুর্ঘটনার বেশিরভাগ ঘটে পথচারী, সাইকেল চালক এবং মোটরসাইকেল চালকদের সাথে। আরও হতবাক করার মত তথ্য হল, উন্নত দেশগুলির তুলনায় ৬০% কম যানবাহন চললেও, বিশ্বব্যপী উন্নয়নশীল দেশগুলিতে মোট পথ দুর্ঘটনার ৯৩% ঘটে থাকে।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE