Advertisement
২০ এপ্রিল ২০২৪

রোহিঙ্গারা শরণার্থী নন, তাঁরা অনুপ্রবেশকারী, দাবি রাজনাথের

স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, রোহিঙ্গাদের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠনের সম্পর্ক থাকায় তাঁরা এ দেশের জন্যও বিপজ্জনক।

রাজনাথ সিংহ।—ফাইল চিত্র।

রাজনাথ সিংহ।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৩৬
Share: Save:

রোহিঙ্গা প্রশ্নে কোনও আপসে রাজি নয় কেন্দ্র। বিভিন্ন মানবাধিকার সংগঠন বা পশ্চিমবঙ্গ সরকার রোহিঙ্গাদের অধিকার নিয়ে সরব হয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সাফ জানিয়েছেন, রোহিঙ্গারা শরণার্থী নন। তাঁরা অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীর কোনও অধিকার থাকে না। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, রোহিঙ্গাদের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠনের সম্পর্ক থাকায় তাঁরা এ দেশের জন্যও বিপজ্জনক। রাজনাথের কথা থেকে স্পষ্ট, রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদী সরকার। রোহিঙ্গাদের প্রশ্নে এই প্রথম বিস্তারিত ভাবে মুখ খুললেন রাজনাথ। সে জন্য জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত একটি সম্মেলনের মঞ্চকেই বেছে নেন তিনি। রাজনাথের দাবি, সম্প্রতি মায়ানমারের নেত্রী আউং সান সু চি রোহিঙ্গাদের দেশে ফেরানোর কথা বলেছেন।

গত সোমবারই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়েছিল রোহিঙ্গারা এ দেশে অনুপ্রবেশকারী। সেই কেন্দ্রীয় সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার কমিশন। আজ শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা হিসেবে এই আর্জিটির কথা উল্লেখ করা হয়। মামলার গতিপ্রকৃতি বুঝতে দিল্লিতে এসেছিলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। শিশু কমিশন আর্জিতে জানিয়েছে, রোহিঙ্গা শিশু ও নাবালক-নাবালিকাদের জোর করে ফেরত পাঠানো মানে তাদের মানবাধিকার লঙ্ঘন করা। শীর্ষ আদালত জানিয়েছে, ৩ অক্টোবর এই মামলার শুনানি হবে। আজ মানবাধিকার সংক্রান্ত সম্মেলনের মঞ্চ থেকে রাজনাথ বলেন, ‘‘অনেকেই অন্য দেশের বাসিন্দাদের মানবাধিকার নিয়ে বেশি চিন্তিত। অবৈধ ভাবে যাঁরা ভারতে ঢুকেছেন তাঁদের অধিকারের কথা বলা হচ্ছে। কিন্তু সবার আগে ভারতবাসীর মানবাধিকারকে সুরক্ষিত করতে হবে।’’ কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার বক্তব্য, ‘‘রোহিঙ্গাদের আইএস যোগ নিয়ে তথ্য থাকলে তা প্রকাশ করা উচিত। কারণ তা হলে ফেরত পাঠানো যথেষ্ট নয়। তবে প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে আঙুল তোলা ঠিক নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE