Advertisement
২০ এপ্রিল ২০২৪

গাঁধী হত্যা নিয়ে নয়া যুক্তি কংগ্রেসের

মোহনদাস কর্মচন্দ গাঁধীর হত্যায় আরএসএসের ভূমিকা নিয়ে তরজা থামার লক্ষণ নেই। কংগ্রেসের দাবি, গাঁধী হত্যার পরে মিষ্টি বিলি করেছিল সঙ্ঘ। রাহুলের বিরুদ্ধে মহারাষ্ট্রের আদালতে মামলা করেছেন আরএসএস নেতা রাজেশ মহাদেব।

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ০৩:০৪
Share: Save:

মোহনদাস কর্মচন্দ গাঁধীর হত্যায় আরএসএসের ভূমিকা নিয়ে তরজা থামার লক্ষণ নেই। কংগ্রেসের দাবি, গাঁধী হত্যার পরে মিষ্টি বিলি করেছিল সঙ্ঘ। রাহুলের বিরুদ্ধে মহারাষ্ট্রের আদালতে মামলা করেছেন আরএসএস নেতা রাজেশ মহাদেব। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রের সোনালেতে এক সভায় রাহুল দাবি করেন, গাঁধী হত্যার জন্য আরএসএস দায়ী। সেই মামলা খারিজ করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। রাহুলের কৌঁসুলি কপিল সিব্বল সুপ্রিম কোর্টে জানান, রাহুল সংগঠন হিসেবে আরএসএসকে গাঁধী হত্যার জন্য দায়ী করেননি। শনিবার কপিল সিব্বল ও কংগ্রেস নেতা রিজওয়ান আরশাদের দাবি, ‘‘গাঁধী হত্যার পরে সঙ্ঘ মিষ্টি বিলি করেছিল। এটা ঐতিহাসিক সত্য।’’ চুপ করে নেই বিজেপিও। দলীয় মুখপাত্র নলিন কোহলি বলেন, ‘‘সঙ্ঘ নিয়ে রাহুলের অবস্থান স্পষ্ট হওয়া উচিত। কয়েক জন সমর্থকের কাজের জন্য কি তিনি আরএসএসকে গাঁধী হত্যায় দায়ী করতে চান? তাহলে তো ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গার জন্য পুরো কংগ্রেস দলকে দায়ী করতে হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RSS Mahatma Gandhi assassination congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE