Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নকভির বাড়ি সঙ্ঘ নেতারা

কৃষ্ণগোপাল, রামলালের মতো সঙ্ঘের নেতাদের পাশাপাশি মেহমুদ মাদানি, শাহিদ সিদ্দিকি, কমাল ফারুকি, নির্দেশক মুজফ্ফর আলির মতো মুসলিম প্রতিনিধিরাও বৈঠকে ছিলেন।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ ০২:৫০
Share: Save:

অযোধ্যা মামলার রায় ঘোষণার আগে আরএসএস আজ বৈঠকে বসল মুসলিম সমাজের প্রতিনিধিদের সঙ্গে। নিজের বাড়িতে ওই বৈঠকের আয়োজন করেন নরেন্দ্র মোদী সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। বৈঠকের পর দুই পক্ষই শান্তিরক্ষার আবেদন জানিয়েছে। গুজব ও ভুয়ো খবরের মোকাবিলায় উভয়েই সদর্থক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে।

কৃষ্ণগোপাল, রামলালের মতো সঙ্ঘের নেতাদের পাশাপাশি মেহমুদ মাদানি, শাহিদ সিদ্দিকি, কমাল ফারুকি, নির্দেশক মুজফ্ফর আলির মতো মুসলিম প্রতিনিধিরাও বৈঠকে ছিলেন। পরে নকভি জানান, বৈঠকে সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যকে আরও শক্তিশালী করার কথা বলেছেন। রায় পক্ষে গেলে কেউ যেন উচ্ছ্বাসে ভেসে না-যান, অথবা বিপক্ষে গেলেও কেউ যেন হাহাকার না করেন। সঙ্ঘের বক্তব্য, রায় যার পক্ষেই যাক, সকলকে তা মুক্ত মনে মেনে নিতে হবে। সংখ্যালঘু প্রতিনিধিরাও জানান, যে কোনও গুজব নিয়ন্ত্রণে তাঁরা সক্রিয় ভূমিকা নেবেন। দরগাতেও নির্দেশিকা জারি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Syed Abbas Naqvi RSS Ayodhya Ayodhya Verdict
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE