Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National news

এ বার কি রাহুল-ইয়েচুরিকে আমন্ত্রণ জানাচ্ছে আরএসএস?

সঙ্ঘের সেই অনুষ্ঠানেই রাহুল আর সীতারামকে বক্তব্য রাখতে ডাকা হবে বলে বিভিন্ন সংবাদ সূত্রের খবর।

সরসঙ্ঘচালক মোহন ভগবত এবং কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। —ফাইল চিত্র।

সরসঙ্ঘচালক মোহন ভগবত এবং কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ১৮:২১
Share: Save:

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরে এ বার কি রাষ্ট্রীয় স্বায়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর মঞ্চে আমন্ত্রণ জানানো হবে রাহুল গাঁধী আর সীতারাম ইয়েচুরিকে? তেমনই জল্পনা চলছে জোর কদমে।
১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর— তিন দিন ধরে দিল্লির বিজ্ঞান ভবনে একটি অনুষ্ঠান চলবে সঙ্ঘের। সঙ্ঘের সেই অনুষ্ঠানেই রাহুল আর সীতারামকে বক্তব্য রাখতে ডাকা হবে বলে বিভিন্ন সংবাদ সূত্রের খবর।

রাহুল দু’দিন আগেই বিদেশের মাটিতে নরেন্দ্র মোদীর পাশাপাশি আরএসএস-কেও তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন। আরব দুনিয়ার ‘মুসলিম ব্রাদারহুড’-এর সঙ্গে সরাসরি সঙ্ঘের তুলনা টেনেছেন তিনি। মুসলিম ব্রাদারহুড এমন একটি ইসলামিক সংস্থা, যারা ইসলামি আইন কায়েম করতে চায়। তাদের গতিবিধির জন্য অনেক দেশেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মুসলিম ব্রাদারহুডের উপরে। লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সঙ্ঘকে এমন একটি সংস্থার সঙ্গে তুলনা করায় রাহুলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ছোড়ে সঙ্ঘও।

আরও পড়ুন: রণক্ষেত্র পুরুলিয়া, ব্যাপক বোমাবাজি, পুলিশের গুলিতে ২কর্মীর মৃত্যু, দাবি বিজেপির

রবিবার অখিল ভারতীয় প্রচার প্রমুখ অরুণ কুমার পাল্টা বলেন, ‘‘সঙ্ঘ, এমনকি ভারতকেও, চেনেন না রাহুল। ইসলামিক সন্ত্রাস কী তা জানা নেই তাঁর। তাঁর অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন।’’ ঠিক তার পর দিনই সঙ্ঘের সভায় রাহুলকে আমন্ত্রণ করার কথা সামনে এল!

তবে সত্যিই সঙ্ঘের তরফে রাহুল এবং সীতারামকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হবে কি না, তার সবটাই জল্পনার পর্যায়েই রয়েছে।

এ বিষয়ে সঙ্ঘনেতা অরুণ কুমারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘ফিউচার অফ ভারত, অ্যান আরএসএস পার‌্সপেক্টিভ’ নামে তিনদিন ব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সঙ্ঘ। এতে বিভিন্ন মতবাদের ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হবে। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বা সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে কি সেখানে ডাকা হচ্ছে? প্রশ্নটা উড়িয়ে না দিয়ে অরুণের জবাব ছিল, ওঁরা আমন্ত্রিতদের তালিকায় থাকবেন কি না তা এখনও স্থির করা হয়নি।

জুন মাসেই সঙ্ঘের নাগপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আজীবন কংগ্রেসি তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সঙ্ঘের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যও রাখেন তিনি। তার জন্য সরসঙ্ঘচালক মোহন ভগবত তাঁকে ধন্যবাদও জানান। যদিও কংগ্রেস যে এটা ভাল ভাবে নেয়নি, তা প্রকাশ্যেই বলা হয়েছিল দলের তরফে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE